IPL 2024: নেমে গেল কেকেআর, মুম্বাই হেরে চাপে ফেলল দুই দলকে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হারের মুখ দেখতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। চলতি মরসুমে (IPL 2024) এটি মুম্বাইয়ের টানা তৃতীয় হার। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে…

ipl-2024 point table after MI vs RR match

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হারের মুখ দেখতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। চলতি মরসুমে (IPL 2024) এটি মুম্বাইয়ের টানা তৃতীয় হার। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে অনেকটা উন্নতি করেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে ৩ টি দল। রাজস্থানের জয়ের পর পয়েন্ট টেবিলে এখন কোন দল কোথায় রয়েছে দেখে নেওয়া যাক।

KKR vs RR: ১৭ তারিখে কেকেআর-এর ম্যাচ না-ও হতে পারে

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১২৫ রান তুলতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকালের এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ৩ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। কম রানের এই টার্গেট সহজেই পূরণ করে ফেলে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগ আবারও রাজস্থানের হয়ে দুর্দান্ত ইনিংস খেললেন। এই জয়ের ফ্লে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচের আগে রাজস্থান তৃতীয় স্থানে ছিল। মুম্বাইকে হারিয়ে রাজস্থান এই মরসুমে তাদের টানা তৃতীয় জয় অর্জন করেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে।

রাজস্থান রয়্যালস শীর্ষে পৌঁছানোর কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দু’টি দল হল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস পিছিয়ে পড়েছে। এই ম্যাচের আগে কলকাতা শীর্ষে বসে থাকলেও এখন নেমে এসেছে দ্বিতীয় স্থানে। এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই এখন তৃতীয় স্থানে নেমে গিয়েছে। মুম্বাই আগের মতো এখনও পয়েন্ট টেবিলের অন্তিম স্থানে রয়েছে।

বিসিসিআই-এর সঙ্গে দ্রুত বৈঠকে বসতে পারেন IPL ফ্রাঞ্চাইজি মালিকরা

এই ম্যাচ জিতলেও মুম্বাই শেষ স্থানেই থাকত। কিন্তু নেট রান রেটে উন্নতির পাশাপাশি ২ টো গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া যেত। সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস দারুণ খেলছে এবার।