East Bengal : নতুন দল ডায়মন্ড হারবার দেখিয়ে দিল লাল-হলুদ রক্ষণের ফাঁক-ফোকর

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে স্বদেশী ব্রিগেড নিয়ে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার (Diamond Harbour FC) দলও বিদেশিবিহীন। ম্যাচের ফল গোল…

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে স্বদেশী ব্রিগেড নিয়ে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার (Diamond Harbour FC) দলও বিদেশিবিহীন। ম্যাচের ফল গোল শূন্য। কোনও দলই গোল করতে পারেনি। 

নতুন ফুটবলার, নতুন কোচ, নতুন স্কোয়াড। দিন কয়েক হল অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। অন্য দিকে প্রস্তুতি পর্ব সম্পন্ন করার পর কলকাতা ফুটবল লিগে নেমে পড়েছে ডায়মন্ড হারবার। দল হিসেবে কিছুটা হলেও এদিনের ম্যাচে এগিয়ে ছিল ডায়মন্ড হারবার। তবু নাম যখন ইস্টবেঙ্গল, তখন প্রত্যাশা সব সময় একটু বেশিই থাকে। 

নৈহাটির মাঠে মন ভালো করা ফুটবল উপহার দিতে পারেনি ইস্টবেঙ্গল। আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও মুভমেন্ট সেভাবে দানা বাঁধেনি। বরং আক্রমণে উঠে একাধিকবার ভীতির সঞ্চার করেছিল ডায়মন্ড হারবার। 

লাল হলুদ রক্ষণে বেশ কিছু ভুল চোখে পড়ার মতো। নিজেদের বক্সে বল ঠিক মতো ক্লিয়ার করতে সমস্যায় পড়ছিলেন ফুটবলাররা। নিজেদের মধ্যে কমিউনিকেশন বা বোঝাপড়া এখনও সেই অর্থে গড়ে ওঠেনি। যার ফলে প্রতিপক্ষ আরও তৎপর হলে গোল পেলেও পেতে পারতো। ইস্টবেঙ্গলের গোলরক্ষকের পারফরম্যান্স প্রশংসা পাওয়ার যোগ্য। ফলত অনুমান করা যায়, বিপক্ষের আক্রমণের চাপ ছিল ইস্টবেঙ্গলের গোলের দিকে। লাল হলুদ গোলরক্ষককে একাধিকবার অবতীর্ণ হতে হয়েছে ত্রাতার ভূমিকায়।