East Bengal : ইস্টবেঙ্গলের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহামেডান

দুই প্রধান মাঠে নেমেছিল। এক দিকে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। অন্য দিকে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এক দল জিতেছে, অন্য দল ড্র করে মাঠ…

দুই প্রধান মাঠে নেমেছিল। এক দিকে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। অন্য দিকে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এক দল জিতেছে, অন্য দল ড্র করে মাঠ ছেড়েছে। দুই প্রধানের খেলা নিয়েই কাঁটাছেঁড়া চলতে পারে।

বিগত কয়েক মরসুমে ধীরে ধীরে অনেকটা বদলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের সর্বোচ্চ লিগ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। আধুনিকতার ছোঁয়া লেগেছে ক্লাবের ঘরে-বাইরে। আধুনিক ফুটবলের কিছু টোটকা মহামেডান টিম ম্যানেজমেন্ট মেনে চলছে। 

   

অনেক সময় খবরে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ‘ খোলনলচে বদলে গিয়েছে দলের ‘। আধুনিক ফুটবলে এই বিষয়টা খুব বেশি দেখা যায় না। স্কোয়াডের মূল খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করা হয়। এরপর প্রয়োজন বুঝে খেলোয়াড় সংযোজন, বিয়োজন। প্রধান কোচ ও তাঁর সহযোগীদের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। মোটের ওপর ফুটবলার ও কোচেদের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির পথ বেছে নেয় অধিকাংশ ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবও এখন সেই পথের পথিকৃৎ। চেনা ফুটবলার, চেনা কোচ হলে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া দ্রুত গড়ে উঠতে পারে। ফুটবল ক্লাব গোয়ার বিরুদ্ধে এদিনের ম্যাচে মহামেডান এ দিকে অনেকটা গোছানো ছিল বলা চলে। যার সুফল দল পেয়েছে। 

ইমামি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বিষয়টা তেমন নয়। একেবারেই নতুন স্কোয়াড। ফুটবলার থেকে কোচ, সবাই প্রায় নতুন। অনুশীলন চলছে খুব বেশি দিন হয়নি। যার ফলে খেলা এখনও দানা বাঁধেনি। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি হতে এখনও কিছুটা সময় লাগবে।