ডায়মন্ডহারবারে বিরুদ্ধে সুযোগ হাতছাড়া করায় হতাশ ইস্টবেঙ্গল কোচ কনস্ট‍্যানটাইন

মরশুমের শুরু’তেই ধাক্কা খেলো ইস্টবেঙ্গল। প্রস্তুতি ম‍্যাচে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে ড্র করে। মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম‍্যাচ শেষ হলো গোল শূন্য ড্র হয়ে।…

East_Bengal_DHFC

মরশুমের শুরু’তেই ধাক্কা খেলো ইস্টবেঙ্গল। প্রস্তুতি ম‍্যাচে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে ড্র করে। মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম‍্যাচ শেষ হলো গোল শূন্য ড্র হয়ে।

এখনও ম‍্যাচ খেলার মতো অবস্থায় যে আসেনি দল সেটা ইস্টবেঙ্গলের খেলায় স্পষ্ট ধরা পরেছে এদিন।গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন বিক্রমজিত সিংহ।ভিআইপি বস থেকে ম‍্যাচ উপভোগ করতে দেখা গেছে কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন’কে, দলের খেলায় যে তিনি অখুশি সেটা তার অভিব‍্যক্তি’তে ধরা পরছিলো।যদিও এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি।

   

এই প্রস্তুতি ম‍্যাচে অধিকাংশ রিজার্ভ বেঞ্চের স্কোয়াড দিয়ে দল সাজিয়েছিলো স্টিফেন কনস্ট‍্যানটাইন।লাল হলুদের যুব ব্রিগেড লড়াই ছিলো ডায়মন্ডহারবারের পূর্ণ শক্তির স্কোয়াডের সাথে।

এদিন খেলা শেষ হয় গোল শূন্য ড্র করে,তবে দুই দল’ই বেশ কিছু সুযোগ পেয়েছিল,ডায়মন্ডহারবারের কাছে দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ এলেও ফারাক গড়ে দেয় ইস্টবেঙ্গলের গোলকিপার দেবনাথ মন্ডল।

এদিন দুই দুটো নিশ্চিত গোল রুখে দেয় দেবনাথ।গোটা ম‍্যাচ জুড়ে অবাধ ইস্টবেঙ্গলের তিনকাঠির তলায় অবাধ বিচরণ ছিলো।ম‍্যাচের সেরা নির্বাচিত হন তিনি।এমন দারুণ পারফরম্যান্সের পর আইএসএলের স্কোয়াডে এই তরুণ গোলকিপারের সুযোগ হয়কিনা এখন সেটাই দেখার বিষয়।