Heatwave: দহনজ্বালায় জ্বলবে দক্ষিণবঙ্গ, ৫ জেলায় মারাত্মক তাপপ্রবাহের আশঙ্কা

উত্তরবঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টির (Rainfall) তাণ্ডব চলছে। ইতিমধ্যে দুদিন আগে ধেয়ে আসা আচমকা কালবৈশাখীর দাপটে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত শতাধিক। যদিও আজ…

উত্তরবঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টির (Rainfall) তাণ্ডব চলছে। ইতিমধ্যে দুদিন আগে ধেয়ে আসা আচমকা কালবৈশাখীর দাপটে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত শতাধিক। যদিও আজ মঙ্গলবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া জানেন? গরম (Heatwave) বাড়বে নাকি স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা জানেন? 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দহনজ্বালায় জ্বলবে দক্ষিণবঙ্গ। আগামী ৩ থেকে ৫ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের মূলত পাঁচ জেলায় ব্যাপক তাপপ্রবাহ বইবে বলে খবর। এই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। আগামী কয়েকদিন এই ৫ জেলার মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

   

অনেকেই জানলে হয়তো শিউরে উঠবেন, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পারদ চড়তে পারে। এর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেশি হতে পারে বলে পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন। এহেন অবস্থায় দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হালকা সুতির জামাকাপড় পড়া, জল রাখা সেইসঙ্গে ছাতার ব্যবহারের ওপর জোর দিতে বলা হচ্ছে হাওয়া অফিসের বিজ্ঞানীদের তরফে। যদিও আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।