Mohun Bagan: চেন্নাইয়িন ম্যাচের হতাশা ভুলে অনুশীলনে জোর বাগান ব্রিগেডের

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে চেন্নাইয়িন এফসির ( Chennaiyin FC) কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। একটা সময়বিদেশী ফুটবলার জনি কাউকোর করা গোলে দল…

Mohun Bagan Brigade

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে চেন্নাইয়িন এফসির ( Chennaiyin FC) কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। একটা সময়বিদেশী ফুটবলার জনি কাউকোর করা গোলে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তা বজায় রাখা সম্ভব হয়নি। জর্ডান মারির করা গোলে সমতায় ফিরেছিল ওয়েন কোয়েলের ছেলেরা।

পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময় চেন্নাইয়িন দলের ফুটবলারদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। জবাবে মোহনবাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাতোস ব্যবধান কমাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পয়েন্ট নিশ্চিত করা সম্ভব হয়নি তাদের পক্ষে। যা হতাশ করেছে সমর্থকদের। এক্ষেত্রে দলের হেডকোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে দলের অন্দরে।

এছাড়াও সেই ম্যাচে পুরো নব্বই মিনিট মাঠে থাকতে পারেননি জনি কাউকো। যারফলে, আক্রমণ করার ক্ষেত্রেও কিছুটা হলেও শক্তি ক্ষয় হয়েছে মেরিনার্সদের। তবে এবার সেই সমস্ত কিছু ভুলে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য মোহনবাগানের। আগামী ৬ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির মুখোমুখি হবে কামিন্সরা।

এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে সকলে। এক্ষেত্রে নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নেওয়াই অন্যতম লক্ষ্য ফুটবলারদের। তাই গত ম্যাচের হতাশার পর রিকভারি সেশনের উপরেই বিশেষ জোর দিতে দেখা যায় সকলকে। তবে শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের পরের দিনও অনুশীলনে থাকলেননা বাগান হেড স্যার অ্যান্তোনিও লোপেজ হাবাস।

মূলত, দলের সহকারী কোচের তত্ত্বাবধানেই রিকভারি সেশন করতে দেখা যায় ফুটবলারদের। বলতে গেলে চেন্নাইয়িন ম্যাচে দলের একাদশে থাকা সমস্ত ফুটবলারদের নিয়ে প্রথম দিকে ফিটনেস ট্রেনিং করান ম্যানুয়েল পেরেজ। পরবর্তীতে বল পায়ে অনুশীলন করে সকল ফুটবলাররা। আসলে হাবাস ফিরতেই পাঞ্জাব বধের ছক কষতে শুরু করবে বাগান শিবির।