বিসিসিআই-এর সঙ্গে দ্রুত বৈঠকে বসতে পারেন IPL ফ্রাঞ্চাইজি মালিকরা

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে সামনে এসেছে একটি বড় খবর। আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর…

IPL 2024 bcci

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে সামনে এসেছে একটি বড় খবর। আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর মালিকদের নিয়ে একটি বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী বছর যে মেগা নিলাম হতে চলেছে সে ব্যাপারে আলোচনা হতে চলেছে এই বৈঠকে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি মালিককে এই বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে মনে করা হচ্ছে, মালিকদের সঙ্গে তাদের সিইও ও অপারেশনাল টিম থাকতে পারে। বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকের আলোচনার বিষয় সমূহ এখনও স্পষ্ট না হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

KKR vs RR: ১৭ তারিখে কেকেআর-এর ম্যাচ না-ও হতে পারে

আইপিএলে প্রতি ২ বছর পর পর মেগা নিলাম হয়। সুতরাং, আইপিএল ২০২৫ এর আগেই মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ মেগা নিলাম হয়েছিল ২০২২ সালে। রিটেইন করা খেলোয়াড়ের সংখ্যা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। এই বিষয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের ভিন্ন মতামত থাকতে পারে। আইপিএল মালিকদের একাংশ মনে করেছেন, রিটেনশনের সংখ্যা বাড়ানো উচিৎ। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে ধরে রাখা খেলোয়াড়ের সংখ্যা আট পর্যন্ত হওয়া উচিৎ। অন্যদিকে রাইট টু ম্যাচ কার্ড নতুন করে চালু করার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে।

IPL 2024: ধোনির দল হারতেই এক নম্বরে কেকেআর, পয়েন্ট তালিকায় অনেক বদল

২০২৫ সালের মেগা নিলামের আগে টিম পার্স বাড়ানোর দাবিও উঠতে পারে। এটি এমন একটি বিষয় যা নিয়ে আইপিএল সেটআপের বিভিন্ন বিভাগের মধ্যে সর্বদা মতানৈক্য থাকে। শেষ মিনি নিলামের আগে টিম পার্স বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছিল। তবে এবার তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।