জামশেদপুর ও স্কট কুপার নিয়ে কী ভাবছেন অ্যালেন স্টেভানোভিচ?

আসন্ন ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি। শেষ মরশুমের ব্যার্থতা ভুলে তাই এখন থেকেই একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চায় আইএসএলের এই দল।

Alen Stevanović

আসন্ন ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি। শেষ মরশুমের ব্যার্থতা ভুলে তাই এখন থেকেই একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চায় আইএসএলের এই দল। গতবার দলের রক্ষনভাগ অপেক্ষাকৃত শক্তিশালী থাকলেও আক্রমণভাগ চিন্তায় ফেলেছিল দলকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের এই নতুন মরশুমে প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরাতে এক সার্বিয়ান উইঙ্গারকে এবার দলে টেনেছে জামশেদপুর।

তিনি অ্যালেন স্টেভানোভিচ। আগত দুইটি মরশুমের জন্য এই তারকা ফুটবলার কে দলে টেনেছে আইএসএলের এই ক্লাব। একটা সময় ইতালির অন্যতম জনপ্রিয় দল ইন্টার মিলানের যুব দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে এসি রোমার মতো একাধিক জনপ্রিয় দলের হয়ে ফুটবল খেলেছেন এই তারকা। তবে এবার একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে জামশেদপুর দলের ম্যানেজারের প্রসঙ্গে মুখ খুললেন স্টেভানোভিচ। কি বলছেন তিনি?

এই তারকা ফুটবলার বলেন, আমি এই দলের সঙ্গে চুক্তিতে সম্মত হওয়ার আগে কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই দলের ম্যানেজারের প্রসঙ্গে অনেক কিছু শুনেছিলাম। অতীতে অনেক দুর্দান্ত কাজ করেছেন। সেইসাথে যথেষ্ট সফলতা ও রয়েছে তার ঝুলিতে। সমস্ত কিছু জানার পরেই আমি সম্মতি দিয়েছিলাম। বলতে গেলে স্কট কুপার খুবই পরিশ্রমী ও উচ্চাকাঙ্ক্ষী একজন ম্যানেজার।

তাই তার মতোন কোচ এই দলে থাকা আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। পূর্বে আমি যে সমস্ত ক্লাবে খেলেছি তার অধিকাংশ ক্ষেত্রেই আমরা ট্রফি জেতার পাশাপাশি চ্যাম্পিয়নশিপে টিকে থাকার জন্য লড়াই করেছি। তাই সবদিক বিবেচনা করে আমি খুব সহজেই এই ভারতীয় ফুটবল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাই। বর্তমানে দাঁড়িয়ে আমি এই ক্লাবের জার্সি পড়ে মাঠে নামার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছি।

পরবর্তীতে তাকে এই জামশেদপুর দলের পাশাপাশি এই লিগের চ্যালেঞ্জের বিষয়ে প্রশ্ন করা হলে এই তারকা উইঙ্গার বলেন, আমরা শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি লিগের প্রত্যেকটি ম্যাচ জেতার চেষ্টা করতে চাই। আমি মনে করি মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত সকলের। তাছাড়া কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার প্রতিফলন প্রত্যেক ম্যাচেই দেখা যায়। অর্থাৎ হিরো আইএসএলের নতুন মরশুমে নিজের দাপট তুলে ধরতে মরিয়া এই তারকা ফুটবলার।