Durand Cup: ডুরান্ড ডার্বিতে কোন দল নামাবে মোহনবাগান? মিলল ইঙ্গিত

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল ডুরান্ড কাপের (Durand Cup)সময় সূচি। সেই অনুসারে আগামী ১২ আগস্ট কলকাতা ডার্বি খেলতে নামার কথা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের।

Durand Cup

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল ডুরান্ড কাপের (Durand Cup)সময় সূচি। সেই অনুসারে আগামী ১২ আগস্ট কলকাতা ডার্বি খেলতে নামার কথা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের। যা নিয়ে অনেক আগে থেকেই উন্মাদনা চরমে উঠেছে বাঙালি ফুটবলপ্রেমী মানুষের মধ্যে। তবে প্রশ্ন হল এক্ষেত্রে আদৌও কি নিজেদের সিনিয়র দলকে মাঠে নামাবে মোহনবাগান? সেই নিয়েই দেখা দিয়েছিল জোর জল্পনা।

তবে তার স্পষ্ট ইঙ্গিত মিলল এবার। শোনা যাচ্ছে, নিজেদের রিজার্ভ দলকেই হয়ত মাঠে নামাতে পারে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপারজায়ান্টস। মূলত, এএফসি কাপের ম্যাচের কথা মাথায় রেখেই হয়ত এমন সিদ্ধান্ত নিতে পারে কলকাতার এই প্রধান।

এই প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, আগত ডুরান্ড টুর্নামেন্টে আমরা নিজেদের সেরা দলটা নামানোর চেষ্টা করব। তবে ওই ম্যাচের দিন যারা ফিট থাকবে, মূলত তাদেরকেই মাঠে নামানো হবে। তবে এখানেই শেষ নয় তিনি বলেন, আগামী ১লা আগস্ট থেকে দল পুরোদমে অনুশীলন শুরু করলেও এত সময়ের মধ্যে তাদের ফিট পাওয়া যাবে কিনা তাই নিয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।

তবে ১৫ই আগস্ট এএফসি কাপের ম্যাচ খেলার দরুন ১২ তারিখ যদি ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে নিজেদের রিজার্ভ দলকেই খেলানো হতে পারে। অর্থাৎ আগত এএফসি কাপের কথা মাথায় রেখে কলকাতা ডার্বিতে যে মূলত রিজার্ভ দলকেই খেলাতে চান সেকথা পরিষ্কার করে দিয়েছেন বাগান কর্তা।

তবে সেক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে বানানো হতে পারে দলের প্রথম একাদশ। অর্থাৎ সেই দলে বেশকিছু সিনিয়র ফুটবলার রাখার কথাও শোনা গিয়েছে তাদের তরফে। যদিও সেটি সম্পূর্ণ নির্ভর করবে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর উপরে। তিনি যেমন চাইবেন ঠিক তেমন ভাবেই সমস্ত কিছু হবে। অর্থাৎ ডার্বি ম্যাচের তুলনায় এএফসি কাপের ম্যাচ কেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাগান কর্তারা। তাদের কথায়, ডার্বির গুরুত্ব ফুটবলের ক্ষেত্রে অনস্বীকার্য তবে এএফসি কাপের মতো টুর্নামেন্ট কেও মাথায় রাখতে হবে। কারন সেখানে মহাদেশের সবচেয়ে শক্তিশালী ক্লাব গুলি লড়াই করতে আসে। সেখানে ভালো ফল করাই এখন মূল লক্ষ্য তাদের কাছে।