Jamshedpur FC: অভিনব পরিকল্পনা নিয়ে প্রাক মরশুম শুরু জামশেদপুরের

গত ফুটবল মরশুম খুব একটা সুখকর থাকেনি জামশেদপুরের ( Jamshedpur FC) কাছে। শুরুতে যথেষ্ট ভালো লড়াই করলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব।

Jamshedpur FC

গত ফুটবল মরশুম খুব একটা সুখকর থাকেনি জামশেদপুরের (Jamshedpur FC) কাছে। শুরুতে যথেষ্ট ভালো লড়াই করলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব। যারফলে, শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করে একবারের লিগশিল্ড জয়ী এই দল। পরবর্তীতে বুথরয়েডের হাত ধরে সুপার কাপে এগোতে শুরু করলেও সেমিতেই ছিটকে যেতে হয় তাদের। সেই অতীত দূরে ঠেলে স্কট কুপারের তত্ত্বাবধানে এবারের নতুন মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি।

সেজন্য নতুন করে গঠন করা হয়েছে এবারের এই ফুটবল দলকে। গত মরশুমে দলের হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলারদের পাশাপাশি বিদেশি তারকা অ্যালেন স্টেভানোভিচ থেকে শুরু করে রেই তাচিকাওয়া, জেরেমি মানজোরো, এলসিনহোর মতো ফুটবলারদের আগমনে এবার যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে জামশেদপুর দল। সেইসাথে উইংগায়াম মুইরাং থেকে শুরু করে প্রোভাত লাকরা ও ইমরান খানের মতো তারকা ডিফেন্ডারের দলে চূড়ান্ত হওয়াও বাড়তি অক্সিজেন যোগ করেছে স্কোয়াডে।

   

সব ঠিকঠাক থাকলেও আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে হিরো আইএসএলের নতুন মরশুম। তাই সবদিক বিবেচনা করে প্রি সিজনের মাধ্যমে খেলোয়াড়দের ভালো করে দেখে নিতে চান দলের কোচ। সেই প্রসঙ্গেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে স্কট কুপার বলেন, দলের ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। ধরে ধরে প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের এগোনোর পরিকল্পনা রয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, আগত আইএসএল মরশুমের আগে প্রায় ৬-৮ টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জামশেদপুর এফসির। যাদের মধ্যে রয়েছে আইলিগের অন্যতম শক্তিশালী দুই দল গোকুলাম কেরালা ও শ্রীনিধি ডেকানের মতো দল। সেইসাথে গত আইএসএলের ফাইনালিস্ট দল তথা বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে শক্তিশালী হায়দরাবাদ এফসির সঙ্গে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে স্কট কুপারের জামশেদপুর।