‘জয় মমতা, জয় সিপিএম’ বলে কোলাকুলি, মুর্শিদাবাদে ‘INDIA’ জোটের পঞ্চায়েত বোর্ড!

কে বলবে একে অন্যকে তাড়া করেছিল পঞ্চায়েত ভোট পর্বে। এলাকা তৃ়ণমূল ও বাম দুপক্ষই নিজেদের সংগঠন ধরে রেখে ভোটে নেমেছিল। মঙ্গলবার হল বোর্ড গঠন। অভিনব…

TMC CPIM

কে বলবে একে অন্যকে তাড়া করেছিল পঞ্চায়েত ভোট পর্বে। এলাকা তৃ়ণমূল ও বাম দুপক্ষই নিজেদের সংগঠন ধরে রেখে ভোটে নেমেছিল। মঙ্গলবার হল বোর্ড গঠন। অভিনব ঘটনা মুর্শিদাবাদের নসিপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ডে। টিএমসি-বাম মিলিত বোর্ড গঠন হল। এর পরেই প্রধান ও উপপ্রধান কোলাকুলি করলেন।

জেলায় জেলায় চলছে পঞ্চায়েতে বোর্ড গঠন। মুর্শিদাবাদের লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের সমর্থনে বোর্ড গঠন দখল করল তৃণমূল। ২৯ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল ও জাতীয় কংগ্রেস ১০টি করে মোট ২০টি আসনে জয়ী হয়। বাম দখলে যায় ৯টি আসন। মঙ্গলবার পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য তৃণমূল ও বাম জোটবদ্ধ হয়ে যায়। এর জেরে জেলার রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

   

নসিপুরে তৃ়ণমূল-বাম জোটের পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূলের সামসুদ্দিন সেখ ও উপপ্রধান হলেন সিপিআইএমের শাহাবুল শেখ। কংগ্রেস আপাতত থেকে গেল বিরোধী আসনে। বোর্ড গঠনের পরই প্রধান ও উপপ্রধান কোলাকুলি করে নেন। দুই দলের সমর্থকরা প্রবল উল্লাসে মাতোয়ারা হয়। তৃণমূল সমর্থকরা জয় মমতা আর মা মাটি মানুষের জয় স্লোগান দিতে থাকেন। তাদের সাথে পাল্লা দিয়ে বাম সমর্থকরা ইনকিলাব জিন্দাবাদ ও জয় সিপিএম স্লোগান দেন। দুই দলের সমর্থকরা পরস্পরকে লাল ও সবুজ আবিরে মাখিয়ে দেন। জানা যাচ্ছে নসিপুর পঞ্চায়েতের জয়ী দশ জাতীয় কংগ্রেস সদস্য দ্রুত দলপরিবর্তন করতে পারেন।

এই বিচিত্র পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে জেলার রাজনৈতিক মহল সরগরম। তৃণমূল ও বাম জোটের পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে মুর্শিদাবাদ ও রাজ্যস্তরে দুই দলের নেতারা বলছেন স্থানীয় ইস্যু প্রধান্য পেয়েছে। বিজেপি শিবির থেকে আসছে কটাক্ষ, নসিপুরে INDIA জোট হয়েছে!