Suvendu Adhikari: মমতার জন্য রেল সফর বিঘ্নিত! রেলমন্ত্রীকে চিঠি দিল শুভেন্দু

মুর্শিদাবাদ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9Mamata Banerjee)। ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই রেল সফর নিয়ে অভিযোগ তুলে এবার রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Suvendu Adhikari Writes Letter to Railway Minister, Causing Interruption in Mamata Banerjee's Railway Trip

সম্প্রতি মুর্শিদাবাদ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই রেল সফর নিয়ে অভিযোগ তুলে এবার রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই চিঠির প্রতিলিপি টুইটারে শেয়ার করেছেন তিনি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর এই ট্রেন সফরের কারণে সাধারণ যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে। রাজনৈতিক স্বার্থে ট্রেন সফরকে ব্যবহার করা হয়েছে।

গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে মালদহের পথে রওনা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ‘আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। ৩ মে ২০২৩ 12345 HWH-GHY সরাইঘাট এক্সপ্রেসে যাত্রী পরিষেবা ইচ্ছাকৃত বিঘ্নিত হয়েছে বলে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি।

সেই ট্রেনে যাত্রী হিসাবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর লোকজন। রীতিমতো হাইজ্যাক করা হয়েছিল ট্রেনটি। যাত্রীস্বচ্ছন্দ্যের কথা না ভেবেই রাজনৈতিক কারণে এসব করা হয়েছে। ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হয়েছে।’

পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার মতিভ্রম হয়েছে। সকাল থেকে রাত অবধি এসব বকছেন। তাঁর বক্তব্য তো তাঁর দলই সমর্থন করে না।”