বৈঠক বসছেন ফেডারেশন-আইএফএ কর্তারা, কবে থেকে শুরু হতে পারে শিল্ড?

আগামী দিনে দেশীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ওরফে এআইএফএফ। সেই অনুযায়ী আগামী ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগে।

Federation announced the schedule of AIFF elections

আগামী দিনে দেশীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ওরফে এআইএফএফ। সেই অনুযায়ী আগামী ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগে। কারন সেখানে বিদেশি ফুটবলার দের বাইরে রেখেই টুর্নামেন্টে দল নামানোর কথা জানানো হয়েছে এই সংস্থার তরফে।

যারফলে, আসন্ন মরশুম থেকে নিজেদের মেলে ধরার একাধিক সুযোগ পাবেন দেশের উদীয়মান ফুটবলাররা। এই প্রসঙ্গে গত কয়েকদিন আগে লাল-হলুদের বার পুজোয় এসে মুখ খুলেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। গোটা বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে। তার ঠিক কিছুদিন পরেই লিখিতভাবে সেই কথা জানানো এআইএফএফ এর তরফ থেকে।

তবে সেটি মানার ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দিয়েছে আইএফএ’র অন্দরে। এই প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি বলেন, বিদেশিহীন ফুটবল লিগ হলে অনেক বাঙালি তথা ভারতীয় ফুটবলাররা সুযোগ পাবে। এটা অস্বীকার করার কোনো স্থান নেই। মূলত বাঙালি স্টপার ও বাঙালি স্ট্রাইকার আসার একটা পরিস্থিতি তৈরি হবে। তবে এক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশনের জন্য যে স্পনসরশিপ উঠে আসে সেই টাকাতেই কয়েক হাজার ছেলে-মেয়ে ফুটবল খেলে।

এই বিষয় নিয়ে একাধিক সম্প্রচার মাধ্যম গুলিকে আমরা চিঠি দিয়ে গোটা বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে একটি মাধ্যমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, হেড অফিসের সাথে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি জানানো হবে। এক্ষেত্রে আমাদের সম্প্রচার মাধ্যম গুলির কোনো আপত্তি না থাকলে আমরা বিদেশিহীন ফুটবল লিগ করার কথা ভাবছি। তবে এরপরে ও যদি সমস্যা দেখা দেয় তাহলে এআইএফএফ র সাথে আমাদের আলোচনায় বসতে হবে।

তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল সকাল ১১ টা নাগাদ এআইএফএফ এর সেক্রেটারি ও প্রেসিডেন্টের সঙ্গে বসার কথা রয়েছে আইএফএ কর্তাদের। তবে সেখানে মূলত বেঙ্গল ফুটবল ডেভলপমেন্ট নিয়েই আলোচনা করা হবে। কীভাবে বাংলার ফুটবলের মান বাড়ানো যায় কিংবা দেশীয় ফুটবলারদের পারফরম্যান্সের উন্নতি ঘটানো যায় সেই বিষয়েই নাকি মূলত নজর দেওয়া হবে। তবে সেখানে রাজ্য লিগ পরিচালনার বিষয়ে প্রশ্ন করা হলে কিংবা কথা উঠলে তখন তা বলা যাবে। পাশাপাশি আসন্ন আইএফএ শিল্ড নিয়ে এখনো আলোচনা চলছে। তবে আসন্ন বৈঠকের আগে কোনো কিছুই নাকি জানানো সম্ভব নয় তাদের তরফে।