ইস্টবেঙ্গল ক্লাবে খুলতে চলেছে অভিনব পানশালা, ট্রোলড বাগান সমর্থকদের

বহুদিন কাজ চলার পর আগামী রবিবার বিকেল ৫ টায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাবে উদ্ভোধন হতে চলেছে নয়া মেম্বারস লাউঞ্জ। সেটি উদ্বোধন করতে আসবেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও ক্লাবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

East Bengal, fancy bar

বহুদিন কাজ চলার পর আগামী রবিবার বিকেল ৫ টায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাবে ( East Bengal) উদ্ভোধন হতে চলেছে নয়া মেম্বারস লাউঞ্জ। সেটি উদ্বোধন করতে আসবেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও ক্লাবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এই গোটা অনুষ্ঠানে থাকতে পারেন দেবাশীষ কুমার। গতকাল একটি বিশেষ বিবৃতির মাধ্যমে ঠিক এমনটাই জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে।

যারফলে, কলকাতা ময়দানের প্রথম কোনো ক্লাব হিসেবে এই নয়া ব্যবস্থা গড়ে তুলছে লাল-হলুদ শিবির। যেখানে বিগ স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি সমস্ত রকমে খাদ্য সম্ভার ও পানীয়র পরিষেবা ও মিলবে অতি সহজেই। বলতে গেলে একেবারে বিদেশি ক্লাব গুলির আদলে তৈরি করা হচ্ছে এই মেম্বারস লাউঞ্জ। বিশেষ সূত্র মারফত খবর, পরবর্তী সময়ে এখানেই নাকি তৈরি হবে ক্লাবের বার।

আসলে বিগত কয়েক বছর ধরেই নাকি বার তৈরির চেষ্টা করছিলেন লাল-হলুদ কর্তারা। সেইমতো আফগারি দফতরের তরফ থেকে লাইসেন্স ও সংগ্ৰহ করেছিলেন তারা। তবে সমস্ত কিছু গুছিয়ে উঠতে কেটে গিয়েছে প্রায় চারটে বছর। আগামীকাল বিকেলে এটি উদ্বোধনের পর প্রত্যেকদিন দুপুর ১২টা থেকে একেবারে ৭টা পর্যন্ত নাকি খোলা থাকবে এই বার। তারপর পরিস্থিতি বুঝে বারানো হতে সময়। এই নিয়েই এবার লাল-হলুদ কে খোঁচা মারতে শুরু করল মোহনবাগান সমর্থকরা। স্যোশাল মিডিয়ায় একাধিক ফ্যানস ফোরামের তরফ থেকে বিভিন্ন রকমের ছবি ডিজাইন করে বানানো হয়েছে ব্যাঙ্গ চিত্র।

উল্লেখ্য, লাল-হলুদ কর্তাদের এমনতর পরিকল্পনা নিয়ে বহু আগে থেকেই ক্ষোভ দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। বহু বছর ধরেই ট্রফি নেই ক্লাবে। সেইসাথে রয়েছে ফি বছর মোহনবাগানের কাছে ডার্বি হারার যন্ত্রনা। সব মিলিয়ে একটা সময় এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কথা থাকলেও বর্তমানে তা অনেকদূর এগিয়ে গিয়েছে। যা কিছুতেই মেনে নিতে পারছেন না সমর্থকদের একাংশ।