Jamshedpur FC: ডুরান্ডের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করল জামশেদপুর

শেষ সুপার কাপের পর থেকেই বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়া ও মুম্বাই সিটির মতো ক্লাব গুলি দল গঠনের কাজে হাত দিলেও অপেক্ষাকৃত অনেকটাই দেরীতে নিজেদের কাজ শুরু করে জামশেদপুর (Jamshedpur FC) ম্যানেজমেন্ট।

Jamshedpur FC Squad

গত মরশুম এখন অতীত। সকলকে চমকে দিয়ে নয়া ফুটবল মরশুম শুরু করাই এখন একমাত্র লক্ষ্য প্রত্যেকটি ফুটবল ক্লাবের। সেইমতো নিজেদের দল গোছানোর কাজ এগিয়ে নিয়ে গিয়েছে প্রত্যেকটা ক্লাব। কেউ এনেছে নতুন কোচ। তো কেউ বিশ্বকাপ খেলা বিদেশি। আবার কোনো কোনো ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে একবারে ঢেলে সাজানো হয়েছে গোটা দলকে। শেষ সুপার কাপের পর থেকেই বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়া ও মুম্বাই সিটির মতো ক্লাব গুলি দল গঠনের কাজে হাত দিলেও অপেক্ষাকৃত অনেকটাই দেরীতে নিজেদের কাজ শুরু করে জামশেদপুর (Jamshedpur FC) ম্যানেজমেন্ট।

তবে আসরে নেমেই একের পর এক চমক উঠে আসতে থাকে তাদের তরফ থেকে। নতুন মরশুমের কথা মাথায় রেখে সার্বিয়ার পাশাপাশি ব্রাজিলের মতো দেশের থেকেও খেলোয়াড় টেনে আনে জামশেদপুর ম্যানেজমেন্ট।

এক কথায় বলতে গেলে এবার চমক দেওয়ার জন্য মুখিয়ে গোটা দল। তবে আইএসএলের আগেই চলতি ডুরান্ড কাপে সকলকে চমক দিতে মরিয়া জামশেদপুর। সেই মর্মেই আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করে এই দল। সেইমতো এবারের এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে মোহিত সিং ধামী, আয়ুষ জানা, লাকস্টার লায়াই,রাজ বোরো কে। পাশাপাশি দলের মাঝমাঠ সামলানোর দায়িত্বে রয়েছে জনসন, পুল্লাজাম রোহন সিং, সাইরাম সিতাল সিং, রোসাংজুয়ালা, জোনুনপুইয়া, কিশান সর্দার, মেহরাই মহুম রাজু। পাশাপাশি মাঝমাঠে রয়েছেন মৌরাংথাম মজিদ সিং, ফিলজাম বিকাশ সিং, রামেশ্বর মিতাই, মহেশ সিং, আনসারী, ভাস্কর ছেত্রী, সেখ সাহিল, আসেলি কোলে, আমজাদ খান, ও সোনম।

একই ভাবে মাঝমাঠের দায়িত্ব দেওয়া হয়েছে, মহম্মদ সানাম কে, বিভান জতি লস্কর, সাধু মান্ডি, আলভেইস বাস্টন। এবারের এই ডুরান্ডে কতটা সফল হতে পারে এই স্কোয়াডে কতটা সফল হতে পারে এই দল এখন সেটাই দেখার।