কুয়েত ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী শুভাশিস বসু, কী বললেন?

কয়েকটা দিন। তারপরেই যুবভারতীতে খেলতে নামবে ব্লু-টাইগার্স (Indian footballer)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত এফসি। পরিসংখ্যান অনুযায়ী দেখলে শেষ কয়েক ম্যাচে তাদের বিপক্ষে যথেষ্ট ভালো…

Subhasish Bose Indian Footballer

কয়েকটা দিন। তারপরেই যুবভারতীতে খেলতে নামবে ব্লু-টাইগার্স (Indian footballer)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত এফসি। পরিসংখ্যান অনুযায়ী দেখলে শেষ কয়েক ম্যাচে তাদের বিপক্ষে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে ভারতের। একটা সময় কুয়েতকে হারিয়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ব্রিগেড। পরবর্তীতে ফের জয় এসেছিল তাদের বিপক্ষে।

   

এখন সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ইগর স্টিমাচের ছেলেদের। হিসেব মত ফিফার ক্রম তালিকা অনুযায়ী ভারতের তুলনায় যথেষ্ট পিছিয়ে‌ এই দেশ। তবে ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে একের পর এক শক্তিশালী দলকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে কুয়েত।

সেজন্য সবরকম ভাবেই দলকে প্রস্তুত রাখতে চান হেড কোচ। আগত এই ফুটবল ম্যাচ জিতে মাঠ ছাড়াই একমাত্র লক্ষ্য সকলের। এই ম্যাচে জয় পেলে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে চলে যাবে ব্লু-টাইগার্স। এক কথায় বলতে গেলে নতুন রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল।

এসবের মাঝেই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের লেফট ব্যাক শুভাশিস বসু। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুয়েত বিপক্ষে এই ম্যাচ আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের কাছে ইতিহাস তৈরির সুযোগ রয়েছে। তাছাড়া খেলোয়াড়দের মানসিকতার ও যথেষ্ট বদল ঘটেছে।

সুনীল ছেত্রীর শেষ ম্যাচ সকলেই স্মরনীয় করে রাখতে চায়। এই ম্যাচের জয় আমরা তাকে উপহার হিসেবে দিতে চাই। তাছাড়া আমরা এই ম্যাচ জিততে পারলে পরবর্তী এশিয়ান কাপের ছাড়পত্র পেতে সক্ষম হব। বিশেষ করে আমাদের ঘরের মাঠে খেলা‌। কলকাতার সমর্থন নিয়ে নতুন করে কিছু বলার নেই। ম্যাচের পুরো সময়টা তারা আমাদের বাড়তি উৎসাহ দেবে।