World Cup Qualifiers: কাজে এল না সুনীলের গোল, জয় ছিনিয়ে নিল আফগানিস্তান

FIFA World Cup Qualifiers: এবার আফগানিস্তানের কাছে পরাজিত ভারত। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হল ব্লু-টাইগার্স। ভারতীয় দলের হয়ে একটিমাত্র গোল করেছিলেন দলের…

FIFA World Cup Qualifiers: Sunil Chhetri's Milestone Marred by 1-2 Defeat to Afghanistan

FIFA World Cup Qualifiers: এবার আফগানিস্তানের কাছে পরাজিত ভারত। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হল ব্লু-টাইগার্স। ভারতীয় দলের হয়ে একটিমাত্র গোল করেছিলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী।  অন্যদিকে, আফগানিস্তানের হয়ে দুইটি গোল করেন আকবরি ও এস মুখামহম্মদ। দেশের মাটিতে এই পরাজয় নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ব্লু-টাইগার্সের কাছে। এই পরাজয়ের ফলে এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বেশকিছুটা পিছিয়ে পড়ল সুনীল ব্রিগেড। এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ভারতীয় শিবিরের।

বাইরের মাঠে গত লেগের ম্যাচ অমীমাংসিত থাকার ফলে আজ শুরু থেকেই চাপে ছিল ভারতীয় ব্রিগেড। তবুও শুরু থেকেই বেশকিছুটা আক্রমনাত্মক খেলতে দেখা যায় ইগর স্টিমাচের ছেলেদের। যারদরুন একাধিকবার গোলের সুযোগ চলে আসে তাদের কাছে। তবে কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হয়নি।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এসে নিজেদের রক্ষনভাগে ফাউল করে বসে আফগান ফুটবলাররা। সেখান থেকেই পেনাল্টি পেয়ে যায় ব্লু-টাইগার্স। অনায়াসেই গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস এনে দেয় দলের ফুটবলারদের মধ্যে। প্রথমার্ধের শেষে এই একটি মাত্র গোলেই এগিয়ে ছিল ভারতীয় ব্রিগেড।

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই পাল্টা চাপ বাড়াতে শুরু করে আফগান ফুটবলাররা। তাদের সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় ভারতীয় ডিফেন্ডারদের। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। সত্তর মিনিটের মাথায় আফগানিস্তানের প্রথম গোল। তারপর থেকেই আক্রমণ প্রতি আক্রমনে জমজমাট হয়ে ওঠে ম্যাচ। ছাংতের তরফ থেকে সুযোগ তৈরি করা হলেও তা কাজে আসেনি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে জয় সুনিশ্চিত করে প্রতিপক্ষ দল।