Election Commission: ব্যাঙ্কে ১ লাখ টাকার বেশি লেনদেন হলেই কিন্তু তথ্য যাবে কমিশনে, কেন জানেন?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে আঁটঘাট নেমেই ময়দানে নামতে চাইছে নির্বাচন কমিশন (Election Commission)।  গত ১৬ মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে…

money and election commission of india

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে আঁটঘাট নেমেই ময়দানে নামতে চাইছে নির্বাচন কমিশন (Election Commission)।  গত ১৬ মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বচ্ছ এবং অবাধ ভোট করাতে আদর্শ আচরণবিধিকে কড়াভাবে মেনে চলা হবে। আর এই ভোটে যাতে কালো টাকার ব্যবহার না হয় সেদিকেও নজর রয়েছে কমিশনের। এক্ষেত্রে একটি অ্যাপের মাধ্যমেই সমগ্র বিষয়টির ওপর চলবে নজরদারি।

আরও পড়ুন: Loksabha election 2024 : তারকা প্রার্থীদের নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন 

জানা গিয়েছে, এই অ্যাপটির নাম ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। কালো টাকার যথেচ্ছ ব্যবহার রুখতে এই অ্যাপেরই সাহায্য নেওয়া হবে। কোনও অ্যাকাউন্টে ১ লক্ষের বেশি লেনদেন দেখা গেলে এই অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত হয়ে যাবে। আর সেই তথ্য সরাসরি চলে যাবে নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন: ECI: ভোটের মুখে ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

শুধু তাই নয়, এটিএম মেশিনে টাকা ভরা বা অন্যত্র টাকা নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেই গাড়িগুলিতেও এবার থেকে বিশেষ কিউআর কোড লাগিয়ে রাখবে নির্বাচন কমিশন। ফলে, পরবর্তীকালে সেই কিউআর কোড স্ক্যান করলেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে কমিশন।

আরও পড়ুন: Loksabha Election 2024: ‘৮৫ উর্দ্ধদের বাড়িতেই ভোট’, নজিরবিহীন ঘোষণা নির্বাচন কমিশনের

প্রতিটি ব্যাঙ্কের জন্য পৃথক পৃথক কিউআর কোড চালু করেছে নির্বাচন কমিশন। সেই ব্যাঙ্ক অনুমোদিত টাকার গাড়িগুলিতে থাকবে ওই কিউআর কোড। কিউআর কোডের সঙ্গে টাকার পরিমাণ না মিললে ওই টাকাকে বেআইনি বলে ধরে নেওয়া হবে।