Loksabha election 2024 : তারকা প্রার্থীদের নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

লোকসভা ভোট আসতেই আবারও নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচার সংক্রান্ত বিধি নিয়ে কড়া বার্তা দেওয়া হল। নির্বাচনী প্রচারে কোনরকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত-ধর্ম…

Ec

লোকসভা ভোট আসতেই আবারও নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচার সংক্রান্ত বিধি নিয়ে কড়া বার্তা দেওয়া হল। নির্বাচনী প্রচারে কোনরকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত-ধর্ম নিয়ে কোনও বক্তৃতা দেওয়া যাবে না। শুধু তাই নয় কোনও ধর্মীয় স্থানেও কোনও প্রচার চালানো যাবে না বলে জানিয়েছে কমিশন।

তারকা প্রার্থীদের প্রচার নিয়ে রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আদর্শ আচরণবিধি মেনে চলতে হবে। তাঁদের তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না। এমনকি যে দলের প্রার্থী হবেন, সেই দলও রেহাই পাবে না।

সাম্প্রতিকালে দলীর প্রচারে গিয়ে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ থেকে ঘৃণা ভাষণ শুনেছে গোটা দেশ। ধর্মীয় প্রচার উঠে এসেছে রাজনীতির আঙিনায়। তাই এইরকম ঘটনা রুখতে সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন।