Rainfall: বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, বঙ্গে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি (Rainfall) হচ্ছে। টানা বর্ষণের কারণে বেশ খানিকটা তাপমাত্রাও কমেছে বাংলার। অনেক জেলায় বিকেলের দিকে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায়…

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি (Rainfall) হচ্ছে। টানা বর্ষণের কারণে বেশ খানিকটা তাপমাত্রাও কমেছে বাংলার। অনেক জেলায় বিকেলের দিকে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় কমে যায়। যদিও প্রশ্ন উঠছে আজ শুক্রবার ও এই সপ্তাহের শেষ কয়েক দিন কি বৃষ্টি হবে? নাকি গরম বাড়বে? আসুন তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঝোড়ো হাওয়াও। যদিও বাকি জেলাগুলো শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে আজ শহর কলকাতার আকাশ আংশিক আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে ফের একবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস জারি করা হল মৌসম ভবনের তরফে। আগামীকাল শনিবার অবধি উত্তরবঙ্গের ৫ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। এরপর সোমবার থেকে নতুন করে বৃষ্টি বাড়বে বলে খবর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।