কাটমানি নিয়েছেন বার্সেলোনা তারকা! চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ

কাটমানি নিয়েছেন বার্সেলোনার (Barcelona) তারকা ফুটবলার। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া মহলে। কাঠগড়ায় জেরার্ড পিকে। যদিও তিনি নিজে একেবারেই অনুতপ্ত নন। কারণ, তাঁর…

কাটমানি নিয়েছেন বার্সেলোনার (Barcelona) তারকা ফুটবলার। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া মহলে। কাঠগড়ায় জেরার্ড পিকে। যদিও তিনি নিজে একেবারেই অনুতপ্ত নন। কারণ, তাঁর মতে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।

আলোচনার সূত্রপাত স্প্যানিশ সুপার কাপ প্রসঙ্গে। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দেশের বাইরে। বিস্তর জল্পনা, বিতর্ক হয়েছে এই নিয়ে। সেই টুর্নামেন্ট সৌদি আরবে নেওয়ার বিনিময়ে কাটমানি নিয়েছেন পিকে। এমনই অভিযোগ উঠেছে সম্প্রতি। সোমবার স্প্যানিশ পত্রিকা এল কনফিদেনসিয়ালের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।

যদিও পিকে নির্বিকার। কোনও অবৈধ কাজ করেননি বলেই জোর গলায় বলছেন। উক্ত সংবাদ মাধ্যমের দাবি, তাদের কাছে একটি অডিও ক্লিপ রয়েছে। সেখানে এই দুর্নীতির বিষয়টি স্পষ্ট। পিকে আর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের মধ্যেকার কথা মিডিয়ার হাতে এসেছে বলে দাবি করা হচ্ছে।

বার্সেলোনার (Barcelona) তারকা ডিফেন্ডারের স্পষ্ট বক্তব্য, এই অভিযোগ সত্য নয়। অসৎ উদ্দেশ্য নিয়ে এমন রিপোর্ট পেশ করা হয়েছে। তাঁর প্রশ্ন, অভিযোগ থাকলে সেটা দুই বছর আগে কেন ফাঁস করা হয়নি? এখন সেটা দাবি করার অর্থ বিশেষ কোনো উদ্দেশ্য।