Post Poll Violence:  হাইকোর্টের নির্দেশে রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি গঠন হল

২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে অনেক বিজেপি (BJP) কর্মী ভীত সন্ত্রস্ত। প্রাণহানির আশঙ্কায় বহু বিজেপি কর্মী সমর্থক গ্রামছাড়া হয়েছেন। এছাড়া যারা মাটি কামড়ে…

২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে অনেক বিজেপি (BJP) কর্মী ভীত সন্ত্রস্ত। প্রাণহানির আশঙ্কায় বহু বিজেপি কর্মী সমর্থক গ্রামছাড়া হয়েছেন। এছাড়া যারা মাটি কামড়ে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শাসক দলের (TMC) বিরুদ্ধে।

এহেন ঘটনার প্রায় এক বছর কাটতে চললেও অনেকেই ভয়ে ঘরে ফিরতে পারেনি। এরই মাঝে ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে ফের নতুন পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য মানবাধিকার কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন ২ মেম্বার কমিটি গঠন হলো। পাশাপাশি রাজ্য এজির বক্তব্যর সপক্ষে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । বুধবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিন আবেদনকারীর আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল হাইকোর্টে জানান, এখনও অনেকে ঘর ছাড়া । ফলতা, বিষ্ণুপুর ,জলন্ধর এলাকায় এখনো মানুষ আতঙ্কে রয়েছেন । এদিকে এডভোকেট জেনারেল জানান, ৩০৩ জনের মধ্যে ৭০ জন ইতিমধ্যেই তাদের বাড়িতে ফিরে এসেছেন। বাকি ৪৩ জন বাড়িতে ফিরতে চান না। বাকি ১৫৫ জন কাজের তাগিদে বাইরে থাকেন।

এছাড়া এদের মধ্যে ১৮ জন ফৌজদারি মামলায় পলাতক। এদিন এজির বক্তব্যর সপক্ষে হলফনামা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির।