East Bengal: লাল-হলুদের প্রস্তাবে রাজি ডায়মান্টাকোস, ছাড়তে পারেন কেরালা

চলতি মরশুমে সুপার কাপ জয় করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ছন্দ। সময় এগোনোর সাথে সাথেই আইএসএলের লড়াইয়ে পিছিয়ে পড়েছে…

Dimitrios Diamantakos

চলতি মরশুমে সুপার কাপ জয় করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ছন্দ। সময় এগোনোর সাথে সাথেই আইএসএলের লড়াইয়ে পিছিয়ে পড়েছে এই প্রধান। বর্তমানে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছানো অনেকটাই কঠিন তাদের কাছে। সেজন্য, এখন থেকেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। বহু আগে থেকেই তাদের নজর ছিল ইভান

ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের দিকে। এই মরশুমে অনবদ্য পারফরম্যান্স রয়েছে তাদের দলের গ্ৰীক ফুটবলার দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের (Dimitrios Diamantakos)। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করেই তার সাথে কথাবার্তা এগোতে শুরু করে ইস্টবেঙ্গল।

এই নিয়ে প্রথমদিকে কেরালার তরফ থেকে তেমন কিছু না জানা গেলেও পরবর্তীতে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে দল।  শোনা যাচ্ছিল যে, ডায়মান্টাকোসের সঙ্গে নাকি আরো দুই বছরের চুক্তি বাড়াতে চায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে এই নিয়ে তেমন ইতিবাচক কিছুই জানা যায়নি। বরং সময় যত এগিয়েছে এই ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে একটু একটু করে অনেকটাই এগিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলাবাহুল্য, এই ক্লাব ছাড়াও আইএসএলের আরো বেশ কয়েকটি ক্লাবের তরফ থেকে প্রস্তাব এলেও সেগুলির থেকে অনেকটাই বেশি অর্থের প্রস্তাব পান গ্রীক ফুটবলার।

এবার সেই নিয়েই উঠে এলো এক নয়া তথ্য।  জানা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের দেওয়া প্রস্তাবে নাকি মত রয়েছে ডায়মান্টাকোসের। যারফলে, নতুন ফুটবল মরশুমে কলকাতার এই প্রধানের জার্সিতে তাকে দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। মৌখিক সম্মতি মিললেও এখনো পর্যন্ত কোনো কিছুতেই সই করেননি তিনি। সেজন্য এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি তার দল ছাড়ার বিষয়টি।