কোন পরিস্থিতিতে দাড়িয়ে আছে দুই প্রধানের কোচেদের ভাগ‍্য, জানুন বিস্তারিত

চলতি ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকে কোচ করে নিয়ে এসেছিলো ইস্টবেঙ্গল।কনস্টানটাইনের কোচিংয়ে চলতি মরশুমে একেবারেই নজরকাড়া পারফরম্যান্স দিতে পারেনি লাল হলুদ ব্রিগেড

East Bengal and Mohun Bagan coaches

East Bengal and Mohun Bagan: চলতি ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকে কোচ করে নিয়ে এসেছিলো ইস্টবেঙ্গল।কনস্টানটাইনের কোচিংয়ে চলতি মরশুমে একেবারেই নজরকাড়া পারফরম্যান্স দিতে পারেনি লাল হলুদ ব্রিগেড।যদিও এখনই স্টিফেন কনস্টানটাইনের উপর আস্থা রাখতে নারাজ ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি।তাই এই ব্রিটিশ কোচকে আরও দুই মরশুমের জন্যে কোচের পথে রেখে দিলো ইস্টবেঙ্গল।অবশ্য আগামী মরশুমের পর ম‍্যানেজমেন্ট যদি কনস্টানটাইনের কাজে খুশি হন তাহলে তার সাথে চুক্তি বাড়িয়ে নিতে পারে তারা।

বেঙ্গালুরু এফসির কাছে হারের পর থেকে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর উপর ভীষণ চটেছে সবুজ মেরুন সমর্থকরা।তারা ইতিমধ্যে জুয়ান ফেরান্দোকে সরিয়ে এটিকে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস অথবা আইএসএলের অন‍্যতম জনপ্রিয় কোচ লোবেরাকে দেখতে চাইছে এই পজিশনে।তবে ম‍্যানেজমেন্টের চিন্তা ভাবনা এবং সমর্থকদের চিন্তা ভাবনার মধ্যে বিস্তর ফারাক।অনেক সময় তারা শত বিতর্কের মধ‍্যেও দলের কোচ কে খাপ খাইয়ে নিতে সময় দেয়।এখন এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।

   

এবার আসা যাক হাবাস এবং লোবেরোর মধ্যে কার পরবর্তী সময়ে এটিকে মোহনবাগানের কোচ হয়ে ওঠার সম্ভাবনা বেশি।প্রথমে আসা যাক হাবাসের কথায়।হাবাসকে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেভাবে দল ছাড়তে বাধ‍্য করেছিলো,তাতে তার আর সবুজ মেরুন শিবিরে প্রত‍্যাব‍র্তন করার কোনও সম্ভাবনা আছে বলে মনে হয়না।আসা যাক লোবেরার কথায়।তাকে অবশ্য নিয়ে আসা সম্ভব সবুজ মেরুন শিবিরের পক্ষে।এক্ষেত্রে বিরাট ভূমিকা নিতে হবে এটিকে মোহনবাগানের টিম ম‍্যানেজমেন্টের।ম‍্যানেজমেন্ট যদি ফেরান্দোর উপর আর আস্থা দেখাতে না পারে তাহলে তারা অনায়াসে স্প‍্যানিশ কোচের জায়গায় দায়িত্ব তুলে দিতেই পারে লোবেরার হাতে।