Sourav Ganguly : ঝড়ে উড়ল ইডেনের পিচ কভার, ছুটে এলেন সৌরভ

তিন বছর পর কলকাতায় আইপিএল প্লে অফ ম্যাচ ফিরছে। আগামী ২৪ ও ২৫ মে কলকাতায় প্লে অফের ম্যাচ রয়েছে। খুশীর হাওয়া ইডেন গার্ডেন্সে। স্বাভাবিকভাবেই ইডেন…

Sourav Ganguly

তিন বছর পর কলকাতায় আইপিএল প্লে অফ ম্যাচ ফিরছে। আগামী ২৪ ও ২৫ মে কলকাতায় প্লে অফের ম্যাচ রয়েছে। খুশীর হাওয়া ইডেন গার্ডেন্সে। স্বাভাবিকভাবেই ইডেন প্রস্তুত হয়ে গিয়েছে আইপিএল প্লে অফ ম্যাচ দু’টির জন্য। কিন্তু শনিবারের ঝড়, বৃষ্টি কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছিল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।

বৃষ্টি কমলে দ্ৰুত ইডেন পরিদর্শন করেন সৌরভ। এদিন বিকেলেই আইপিএল ম্যাচের জন্যই ইডেন পরিদর্শনে এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীথ গোয়েল। তিনি বেশ কিছুক্ষণ সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। সেইমত মাঠ কর্মীরা প্রস্তুত ছিলেন। বিকেলের মধ্যেই গোটা মাঠ পিচ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়াতে সেই পিচ কভারও কখনও কখনও উড়ে গিয়েছে। বেশ কয়েক বছর পর ইডেনে ফিরছে আইপিএল। দর্শকরাও উপস্থিত থাকবে মাঠে। সেই জন্যই প্রস্তুতির শেষ লগ্নে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইডেন পরিদর্শন করা হচ্ছে।

প্রতিবারই আইপিএল বা আন্তর্জাতিক ম্যাচের আগে এই ধরনের রুটিং চেকিং করে থাকেন পুলিশ কর্তারা। তবে কলকাতা পুলিশ কমিশনার এদিন ইডেন পরিদর্শনে যখন এসেছিলেন তখন প্রবল বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পুরোপুরি ইডেন পরিদর্শন করতে পারেন নি। তবে কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। জানা গিয়েছে প্রেসবক্সের একটি কাঁচ ভেঙে গিয়েছে প্রবল হাওয়ার দাপটে।

এই বৃষ্টিতে ইডেনে জল জমে গিয়েছে কোনও কোনও জায়গায়। দ্রুত তা মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টির ওপর নজর রাখছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।