Tripura Election 2023: ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল: শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভবিষ্যৎবাণী ত্রিপুরার ভোটে (Tripura Election 2023) নোটার থেকেও কম ভোট পেতে চলেছে তৃনমূল কংগ্রেস(TMC)।

suvendu adhikari

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভবিষ্যৎবাণী ত্রিপুরার ভোটে (Tripura Election 2023) নোটার থেকেও কম ভোট পেতে চলেছে তৃনমূল কংগ্রেস(TMC)। যদিও বাংলায় তাঁর দলের ভাঙন ধরছে লাগাতার। ফের বিজেপি (BJP) বিধায়ক দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। আরও এক ডজনের বেশি বিজেপি বিধায়ক দলত্যাগ করবেন বলেই তৃণমূলের তরফে ইঙ্গিত। তবে ত্রিপুরায় শাসক দল বিজেপি। দলের হয়ে সে রাজ্যে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মঙ্গলবার আগরতলায় মিছিল ও পদযাত্রা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কোনও নেতা ত্রিপুরায় কোনও প্রচার বা সভায় ওই পার্টির নামই বলবে না। ওটা কোম্পানির নাম। ওরা কাউন্টের মধ্যেই নেই। নোটার থেকেও কম ভোট পাবে। তৃণমূল ত্রিপুরায় কোনও পিকচারে নেই বলেও জানান তিনি।

গত এক বছর ধরে ত্রিপুরার রাজনীতিতে ঢুকতে মরিয়া তৃণমূল শিবির। তবে সংগঠন তেমন বাড়েনি। বিধানসভা নির্বাচনে এ রাজ্যের ৬০টি আসনের সবকটিতে প্রার্থী দিতে পারেনি টিএমসি। দলীয় কর্মীদের চাঙ্গা করতে ত্রিপুরায় উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।