আইএসএলের প্রথম থেকেই একের পর এক ম্যাচে পরাজিত হয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে দল যে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী ছিল সকলেই। সেজন্য গতবারের পর এবার ও ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রাখে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে দল ধরাশায়ী হলেও তৃতীয় ম্যাচেই শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে আটকে দেয় একবারের আইএসএল জয়ীরা। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। কিন্তু পরবর্তীতে ফের ধাক্কা খেতে হয়েছিল হায়দরাবাদ দলকে।
Also Read | ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে, টানা দুই ম্যাচ জিতে কী বললেন মানোলো?
তবে সেই ধাক্কা ভুলে আইএসএলের পঞ্চম ম্যাচে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ এফসি। সকলকে অবাক করে অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে অ্যালেক্স সাজিরা। কিন্তু বজায় থাকেনি সেই জয়ের ধারা। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে দাপট বজায় রাখলেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে বৃহস্পতিবার নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে জয় পেতে মরিয়া নিজামের শহরের এই ফুটবল ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে হবে সাই গডার্ডদের।
Also Read | ইস্টবেঙ্গল ক্লাব মিউজিয়াম পরিদর্শন ব্যারেটোর, খোঁচা পড়শি ক্লাবের
আসন্ন এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না হায়দরাবাদ দলের ফুটবলাররা। তবে এই ম্যাচে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সিংটো। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান স্টেফান সাপিচরা। এই ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সার্বিয়ান ফুটবলার বলেন, ” আমরা সবাই জানি যে কেরালার বিপক্ষে জেতা খুব একটা সহজ নয়। তবে, আমরা যথেষ্ট অনুশীলন করেছি। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ।”
Also Read | বুধের অনুশীলনে চনমনে লাল-হলুদ ফুটবলরারা, প্রশিক্ষণে কি কি হল এক নজরে
তিনি আরও বলেন, ” আসন্ন এই ম্যাচে আমাদের দলের সকল ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। তিনটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই আমাদের প্রধান লক্ষ্য। সেইমতো আমরা লড়াই করবো।” অন্যদিকে, গত দুই ম্যাচ হারের ধাক্কা ভুলে জয়ের সরণিতে ফিরতে চাইবেন মিকেল স্ট্যাহরের ছেলেরা।