ইস্টবেঙ্গল ক্লাব মিউজিয়াম পরিদর্শন ব্যারেটোর, খোঁচা পড়শি ক্লাবের

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি অধ্যায় হোসে রামিরেজ ব্যারেটো (Jose Barreto)। মোহনবাগান জার্সিতে বল পায়ে একাধিকবার চোখ ধাঁধানো মুহুর্তের সাক্ষী রেখেছেন আপামর ফুটবলপ্রেমী মানুষদের।…

Mohun Bagan Supporters troll on Jose Ramirez Barreto visited East Bengal Club Museum

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি অধ্যায় হোসে রামিরেজ ব্যারেটো (Jose Barreto)। মোহনবাগান জার্সিতে বল পায়ে একাধিকবার চোখ ধাঁধানো মুহুর্তের সাক্ষী রেখেছেন আপামর ফুটবলপ্রেমী মানুষদের। বুধবার সন্ধ্যায় এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন সেই ফুটবল প্রেমীরাই। বাগান শিবিরে কিংবদন্তি ফুটবলার ব্রাজিলিয়ান ব্যারেটো (Jose Barreto) আচমকা পা রাখলেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব (Club) প্রাঙ্গণে। এই নিয়ে খোঁচা (Troll) দিতে ছাড়লেন না চিরপ্রতিদ্বন্বী ক্লাব তথা মোহনবাগান সমর্থকরা (Mohun Bagan Supporters)।

KKR : কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দৌড়ে পাঁচ ক্রিকেটার কারা ?

   

মোহনবাগান সমর্থকদের কাছে তিনি ‘সবুজ তোতা’ নামে পরিচিত, এবং তাঁর প্রতি অগাধ ভালোবাসা রয়েছে সবুজ-মেরুন শিবিরে। তবে বুধবার ক্লডিয়াস সরণির এই ক্লাবে ব্যারেটোর আগমন যে কোনো সাধারণ ঘটনা ছিল না, তা বুঝতে অসুবিধা হয় না। কেউ কেউ খোঁচা দিয়ে বলেন আইএসএলে লাল-হলুদের এই দুর্দশা কাটাতে কোচিং করাতে গিয়েছেন তাঁদের ‘সবুজ তোতা’। তবে এই জল্পনা দ্রুত উড়িয়ে দেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি স্পষ্টভাবে জানান, ব্যারেটো ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হচ্ছেন, এমন কোনও সম্ভাবনা নেই।

বুধের অনুশীলনে চনমনে লাল-হলুদ ফুটবলরারা, প্রশিক্ষণে কি কি হল এক নজরে

এদিন ব্যারেটো ইস্টবেঙ্গল ক্লাবের মিউজিয়াম পরিদর্শন করেন এবং ক্লাব চত্বরে ঘুরে দেখেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাগান সমর্থকরা মশাল বাহিনীকে খোঁচা দিয়ে লেখেন, তাঁদের প্রাক্তন ফুটবলার ব্যারেটো কি সেখানে আইএসএল (ISL) নাকি আইলিগ (I-League) ট্রফি খুঁজছিলেন?