ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে, টানা দুই ম্যাচ জিতে কী বললেন মানোলো?

গত বুধবার ফতৌদা স্টেডিয়ামে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে একটি…

Manolo Marquez

গত বুধবার ফতৌদা স্টেডিয়ামে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে তাঁদের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় মানোলো মার্কুয়েজের ছেলেরা। এদিন ও নিজের ছন্দ বজায় রেখে গোল করে যান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। পাশাপাশি দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ইকার গোয়ারেট্যাকসেনা। তবে ম্যাচের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের।

Also Read | ইস্টবেঙ্গল ক্লাব মিউজিয়াম পরিদর্শন ব্যারেটোর, খোঁচা পড়শি ক্লাবের

   

যারফলে ম্যাচের প্রথম কোয়ার্টারেই আসমির সুলজিচের করা গোলে এগিয়ে যায় পাঞ্জাব ফুটবল দল। যদিও সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোয়াকে ছন্দে ফিরিয়েছিলেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। প্রথমার্ধের শেষে অমীমাংসিত ফলাফল বজায় থাকলেও পরবর্তীতে ফের চাপ বাড়তে শুরু করে গোয়া শিবির। প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরিয়ে ঢুকে পড়তে থাকেন মহম্মদ ইয়াসির থেকে শুরু করে দিজন ড্রাজিচরা। তাঁদের আটকানো সম্ভব হলেও শেষ রক্ষা করতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। সকলকে নাস্তানাবুদ করে গোলে করে যান ইকার।

Also Read | চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ফর্মে বার্সা, জয় বায়ার্ন মিউনিখের

সেখান থেকেই জয় নিশ্চিত হয় গোয়া শিবিরের। যারফলে টানা দুইটি ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করল এফসি গোয়া। সেই নিয়ে যথেষ্ট খুশি মানোলো মার্কুয়েজ। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, ” টানা দুইটি জয়ের মধ্য দিয়ে খেলোয়াড়দের মানসিকতার বদল এসেছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি এবং আজ পাঞ্জাব এফসি ও প্রমান করছে যে প্রথমদিকে কেন তাঁরা আইএসএলের টেবিলের উপরের দিকে অবস্থান করছে।” পাশাপাশি এই স্প্যানিশ কোচ আরও বলেন, ” টানা দুইটি ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া দুর্দান্ত একটি বিষয়।‌ একজন খেলোয়াড় হিসেবে এই ধরনের খেলা জেতাটা দারুণ ব্যাপার।”

Also Read | ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের দেওয়া দলের ফুটবলারদের বিশেষ উপহারে কি থাকছে দেখুন

সেইসাথে পাঞ্জাব এফসিকে সমীহ করে তিনি আরও বলেন, ” পাঞ্জাব এফসি খুব ভালো দল। আমি মনে করি যে প্রথম কয়েক মিনিটে দলটিকে যথেষ্ট ভয়ঙ্কর মনে হবে। দলের সকলেই যথেষ্ট ভালো খেলেছিল। তবে সাদিকুর গোলের পর খেলার বদল ঘটতে থাকে‌। সমস্ত কিছু সমান সমান হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধ অনুযায়ী দেখলে আমরা জয়ের যোগ্য।”