চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। ডুরান্ড কাপে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার। তবুও এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান। এবার সেই উপলখ্যে দলের ফুটবলারদের (Footballers) উপহার দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট (East Bengal Management)।
লাল-হলুদ ক্লাবে ব্যারেটো, ইতিহাসে মুগ্ধ হয়ে লিখলেন নিজের অনুভব
প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। সেই ধারা বজায় রেখেই তৃতীয় ম্যাচ জয়। সেখানে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসিকে ৩-২ গোলে হারায় মশাল ব্রিগেড।
হায়দরাবাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়ে ‘বিস্ফোরক’ মিকেল স্ট্যাহর
প্রিয় দল লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে আগে হাতে রয়েছে বেশ কয়েক মাস। হাইফোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলার আগে আইএসএলে নিজেদের ছন্দ ফেরানোই একমাত্র এবং প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা।
ওডিশা ম্যাচে খেলবেন এই স্কটিশ তারকা, আপডেট বাগান শিবিরের
সেইমতো নিজেদের প্রস্তুত করছেন আনোয়ার আলি থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। ময়দানের আরেক চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে ডার্বি হেরেও আইএসএলের প্লে অফে দল যে খেলবে তার অঙ্ক দেখিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। এরই মধ্যে সুখবর মশাল ব্রিগেডের ফুটবলারদের জন্য। এএফসি চ্যালেঞ্জ লিগে দুরন্ত পারফরম্যন্সের জন্য দলের প্রত্যেক ফুটবলারকে ছয় লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে।
BREAKING NEWS: East Bengal management has decided to give a bonus of Rs 6 lakh to the footballers for their impressive performance in the AFC Challenge League.#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/in3Kh5cHf5
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) November 6, 2024