Deol, Rodrigues: আইসিসি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উত্থান দেওল, রদ্রিজের

ভারতের হারলিন দেওল এবং জেমিমাহ রড্রিজ বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের পরে মঙ্গলবার প্রকাশিত ব্যাটারদের জন্য আইসিসি মহিলা খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে…

ভারতের হারলিন দেওল এবং জেমিমাহ রড্রিজ বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের পরে মঙ্গলবার প্রকাশিত ব্যাটারদের জন্য আইসিসি মহিলা খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে এসেছেন।

বিতর্কিত পরিস্থিতিতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ড্র হয়ে শেষ হলে পর ভারত ও বাংলাদেশ ট্রফি ভাগাভাগি করে নেয়। শেষ ওডিআইতে ম্যাচের সেরা খেলোয়াড়, দেওল ৩২ ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন। এদিকে দ্বিতীয় ওডিআইতে ম্যাচজয়ী ৮৬ রান করা রদ্রিজ ৪১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন।

দেওল ফাইনাল ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন। সেই ম্যাচের পরই অধিনায়ক হারমানপ্রীত কৌর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠের আম্পায়ারদের বিষয়ে বিস্ফোরোক মন্তব্য করেন। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাঠে উইকেট ভেঙে দেন হরমনপ্রীত কৌর। পাশাপাশি আম্পায়ারদের বিষয়ে বিস্ফোরোক মন্তব্য করার জন্য আগামী দুই ম্যাচে নিষিদ্ধ ঘোষিত হতে পারেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিং-এ প্রথম দশে ভারতীয়দের মধ্যে একমাত্র দীপ্তি শর্মাই রয়েছেন। তিনি রয়েছেন নবম স্থানে। এছাড়া স্নেহ রানা তিন ধাপ এগিয়ে ৩৮তম স্থানে রয়েছেন।