Wednesday, November 29, 2023
HomeSports NewsCristiano Ronaldo: অবশেষে গোলের দেখা পেলেন রোনাল্ডো, জিতে চারে উঠে এল ম্যান...

Cristiano Ronaldo: অবশেষে গোলের দেখা পেলেন রোনাল্ডো, জিতে চারে উঠে এল ম্যান ইউ

টানা ছয় ম্যাচ গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। অতীতে টানা সাত ম্যাচ গোল না পাওয়ার এক লজ্জার রেকর্ডে না লেখাবেন কি না, তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছি তাঁকে। কিন্তু সিআর সেভেন সব কিছুর জবাব দিলেন মাঠেই। পারফরম্যান্স করে আবারও সমালোচকদের মুখে কালি ছেটালেন তিনি। 

   

দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। সেইসঙ্গে টানা দুই ম্যাচ ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে ম্যান ইউ হারাল ব্রাইটনকে। পাশাপাশি একলাফে তারা উঠে এল লিগ টেবিলের চতুর্থ স্থানে। ২৫ ম্যাচ শেষে এখন রেড ডেভিলসের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে তিনে রয়েছে টমাস টুখেলের চেলসি।

ম্যাচে বল দখল সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাইটনেরই। ৩৯ মিনিটে মডারের হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান ডেভিড দি গিয়া। বিরতির পরই দলকে আনন্দে ভাসান রোনাল্ডো। ৫১ মিনিটে ম্যাকটমিনের পাস থেকে বক্সের মধ্যে স্কিলের ঝলক দেখিয়ে দারুণ শটে গোল করেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার।

এর তিন মিনিট পর আরও বড় ধাক্কা খায় ব্রাইটন। এলাঙ্গার নিশ্চিত গোল আটকাতে গিয়ে বক্সে ফেলে দেন তাদের ডিফেন্ডার লুইস ডাঙ্ক। ভিএআর দেখে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। ৫৪ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হওয়া ব্রাইটন অবশ্য দমে যায়নি। কিন্তু নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় রালফ রাংনিকের দল। পল পগবার পাস থেকে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় জাল কাঁপান আর এক পর্তুগিজ ব্রুনো ফার্নান্দেজ।

Latest News