PSG vs RM: পেনাল্টি মিস মেসির, এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়াল বধ পিএসজির

দাপট দেখিয়েও শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে বসেছিল পিএসজি (PSG vs RM)। কিন্তু শেষ পর্যন্ত দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য একা ফরাসি…

দাপট দেখিয়েও শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে বসেছিল পিএসজি (PSG vs RM)। কিন্তু শেষ পর্যন্ত দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য একা ফরাসি সেনসেশনকে কৃতিত্ব দিলে হয়তো নেইমারের প্রতি অবিচার করা হবে। গোলটির কারিগর ছিলেন দীর্ঘদিন পর পরিবর্ত হিসাবে মাঠে নামা ব্রাজিলিয়ান তারকাই।

সেইসঙ্গে নেইমার-এমবাপ্পে জুটি যেন লিও মেসির ভুলের প্রায়ঃশ্চিত্ত করলেন। মঙ্গলবার রাতে পার্ক ডি প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে এমবাপ্পের একমাত্র গোলে ভর করে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারাল পিএসজি। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় পিএসজি, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাত্র ৩ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে কোণঠাসা করে রাখে পিএসজি। ১৮ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল আয়োজকরা। রিয়াল রক্ষণ ভেদ করে এমবাপ্পের নেওয়া বাঁ পায়ের শট কোনও মতে বাইরে বের করে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। প্রথমার্ধে এমনভাবে বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন রিয়াল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পেকে আরও কয়েকবার হতাশ করেন কর্তোয়া। ম্যাচের ৬০ মিনিটে এমবাপ্পেকে রুখতে গিয়ে বক্সের মধ্যে ফেলে দেন কার্ভাহাল। ফলস্বরূপ পেনাল্টির বাঁশি বাঁচান রেফারি। কিন্তু অপ্রত্যাশিতভাবে মেসি সেই পেনাল্টি মিস করে বসেন। আর্জেন্টাইন তারকার স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন কর্তোয়া। আর মেসির এই ভুলেই ড্রয়ে শেষ হতে বসেছিল পিএসজির দুরন্ত লড়াই।

৭৩ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেইমারকে নামান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। এরপর আক্রমণের ধার আরও বাড়ে ফরাসি জায়ান্টদের। কিন্তু কাজের কাজটি কিছুতেই করে উঠতে পারছিল না তারা। ম্যাচ তখন নির্ধারিত সময় শেষ করে ইনজুরি টাইমও পার করার পথে। আর এই ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গ্যালাকটিকোদের ডেডলক ভাঙেন এমবাপ্পে। নেইমারের নিখুঁত ব্যাক হিল থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ফরাসি তারকা। এবার আর দলকে বাঁচাতে পারেননি কর্তোয়া। তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে যায় জালে।