Durand Cup : দ্যা ৪২-এর ছাদ থেকে ঝাঁপ মেরে ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন

আগস্ট মাসের প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cu)। সেজন্য চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে এসে কমিটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের সমস্ত ম্যাচের সময়সূচি।

The 42' Building

আগস্ট মাসের প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup)। সেজন্য চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে এসে কমিটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের সমস্ত ম্যাচের সময়সূচি। তবে এসবের মধ্যে মূলত সকলের নজর থাকবে আগামী ১২ ই আগস্টের ম্যাচের দিকে। যেখানে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান দল তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখার জন্য বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে শহরের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে।

তাছাড়া বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা দেশের মানুষদের মধ্যে ডুরান্ড কাপ ট্যুর নিয়ে যথেষ্ট আগ্ৰহ দেখা দেওয়ায় মনে করা হচ্ছে এবারের এই টুর্নামেন্ট থেকে যথেষ্ট ভালো সাড়া পেতে পারে ভারতীয় ফুটবল সংস্থা। সেইমতো গত কয়েকমাস আগেই এই ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্টের প্রদর্শনী শুরু করা হয়েছিল। পরিকল্পনা করা হয়েছিল, যে এটি গোটা দেশ ঘুরে চলে আসবে শহর কলকাতায়। সেইমতো দেশের রাজধানী দিল্লি হয়ে যাত্রা শুরু করেছিল এই ট্রফি।

কিছুদিন আগেই দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে একটা সময় বানিজ্য নগরী তথা মুম্বাইতে এসে উপস্থিত হয়েছিল এই ঐতিহ্যবাহী ফুটবল ট্রফি। সেখানকার বেশকিছু গুরুত্বপূর্ণ তথা দর্শনীয় স্থান যেমন মেরিন ড্রাইভ, বান্দ্রা ও গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো স্থান গুলিতে এই ঐতিহ্যবাহী ট্রফি প্রদর্শিত হওয়ার পর সেটা রওনা দিয়েছে আরেক শহরে।

সেখান থেকে আশেপাশের বিভিন্ন শহর ঘুরে বর্তমানে ভারতীয় ফুটবলের মক্কা তথা কলকাতায় এসে উপস্থিত হয় ডুরান্ড কাপ। ঘন্টাকয়েক আগে প্রবল বৃষ্টির মধ্যেও ব্রিগেডের মাঠে এই ট্রফি উন্মোচন করেন সেনা কর্তা সহ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এখানেই শেষ নয়। সকলকে চমকে দিয়ে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয় সেনা কর্তাদের তরফ থেকে।

কলকাতার অন্যতম জনপ্রিয় একটি বিল্ডিং দ্যা ৪২-র ছাদ থেকে এই ঐতিহ্যবাহী কাপের রেপ্লিকা নিয়ে প্যারাগ্লাইডিং করেন ভারতীয় সেনাবাহিনীর দুই অফিসার। একেবারে সেই বিল্ডিংয়ের ছাদ থেকে সোজা ব্রিগেডের মাঠে নেমে আসেন দুজনে। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে গোটা শহরবাসী।