ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? মোদীকে তীব্র আক্রমণ মমতার

মঙ্গলবার অবিজেপি জোট ‘INDIA’ শক্তিকে জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোটের নাম নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন ও ইস্ট…

মঙ্গলবার অবিজেপি জোট ‘INDIA’ শক্তিকে জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোটের নাম নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মোদীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে যায়। এবার এই প্রসঙ্গে পাল্টা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য-রাজ্যপাল সংঘাত যখন তুঙ্গে সেই আবহেই মুখ্যমন্ত্রী রাজভবনে যান। তবে সাক্ষাতের পর বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান যে বিধানসভা অধিবেশনের মধ্যে এটি কেবল সৌজন্য-সাক্ষাৎ।

   

রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরোধী জোটকে কটাক্ষ করা নিয়ে মমতা বলেন, “মোদিকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন।“

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।’

মঙ্গলবার বাদল অধিবেশনের চতুর্থ দিনে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের I.N.D.I.A. জোট নিয়ে এবং সাংসদে উত্তেজনা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ২৬ টি বিরোধী দল মিলে অবিজেপি জোট ‘INDIA’ শক্তির ঘোষণা করেছে। INDIA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।

বিজেপি সংসদীয় দলের বৈঠকে (BJP Parliamentary Party Meet) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শুধু INDIA কথাটা ব্যবহার করলে হবেনা কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ‘India’ শব্দ ব্যবহার করেছিল এবং India কথাটা ইন্ডিয়ান মুজাহিদিনেও ছিল।

আজ সকালে বিজেপি সংসদীয় দলের বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন তিনি কখনও এরম ‘দিশাহীন বিরোধী’ দেখেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বলেন যে বিরোধীরা “ছত্রভঙ্গ এবং মরিয়া।” বিরোধীদের মনোভাব এমন যে, তাদের বেশিদিন ক্ষমতায় থাকার ইচ্ছা নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার বাদল অধিবেশনের চতুর্থ দিন শুরু হয়। মণিপুরের ভাইরাল ভিডিও-র ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে সাংসদ। অধিবেশনের সময় বিরোধী দলগুলিকে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর বক্তব্যের দাবিতে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়।

অবিজেপি জোট ‘INDIA’ লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (no-confidence motion) আনা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।