Kolkata Police: কলকাতা পুলিশের কমান্ডো অভিযান, জাদুঘরে ধৃত হামলাকারী রক্ষী

জাদুঘরের সিআইএসএফ ব্যারাকে গুলি চালানোর ঘটনায় পুরো পারিক স্ট্রিট জুড়ে আতঙ্ক। এই হামনার ঘটনায় মৃত্যু হয়েছে সিআইএসএফের এক সাব ইন্সপেক্টরের। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভিতরে কলকাতা…

C i s f kolkata

জাদুঘরের সিআইএসএফ ব্যারাকে গুলি চালানোর ঘটনায় পুরো পারিক স্ট্রিট জুড়ে আতঙ্ক। এই হামনার ঘটনায় মৃত্যু হয়েছে সিআইএসএফের এক সাব ইন্সপেক্টরের। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভিতরে কলকাতা পুলিশের (Kolkata Police) কম্যান্ডোরা অভিযান করে। সেই অভিযানে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত।

তার কাছ থেকে এ কে ৪৭ উদ্ধার করা হয়। কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল বুলেটপ্রুফ জ্যাকেট পরে অভিযানে নামেন৷ জানা যাচ্ছে সিআইএসফ রক্ষীদের মধ্যে পারস্পরিক বৈরিতার কারণে এই হামলা হয়।

শনিবার ভরসন্ধ্যায় গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় জনবহুল পার্ক স্ট্রিট এলাকায়। দু’জন গুলিবিদ্ধ হন। এদের একজন পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ নিকটবর্তী বিধায়কদের হস্টেলের রাস্তায় পুলিশেরর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জাদুঘরেই নিরাপত্তায় থাকা সিআইএসএফ রক্ষী। সিআইএসএফের ক্যাম্প থেকে পরপর গুলির শব্দ শোনা যায়৷

পরিস্থিতি বুঝে সেখানে পৌঁছে অভিযান শুরু করে কলকাতা পুলিশের কমান্ডোরা। কিছু পরে ধরা পড়ে হামলাকারী সিআইএসএফ রক্ষী।

এর আগেও রক্ষীর গুলিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সংখ্যালঘুদের জমায়েত হয়েছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায়। সেই সময় কলকাতা পুলিশের এক রক্ষী উন্মত্ত অবস্খায় গুলি চালান। বাংলাদেশ হাইকমিশনের কাছে গুলি লেগে মারা যান হাওড়ার বাসিন্দা এক তরুণী৷ পরে হামলাকারী রক্ষী নিজেই আত্মঘাতী হন।