Malda: বিবস্ত্র করে মার খাওয়া মহিলা পেলেন মুক্তি

মালদায় পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। ঘটনাটি গত ১৮ জুলাইয়ের। সেই ঘটনায় আলোড়ন গোটা এলাকায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মানুষজন। পুলিশ…

মালদায় পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। ঘটনাটি গত ১৮ জুলাইয়ের। সেই ঘটনায় আলোড়ন গোটা এলাকায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মানুষজন। পুলিশ আক্রান্ত মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। দুই নির্যাতিতা মহিলাকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় নিন্দার ঝড় গোটা এলাকায়।

অবশেষে জামিনে মুক্ত হয়ে আজ সাতদিন পর তারা মুক্তি পেলেন। মুক্তির পর তারা বাড়ি ফিরে আসেন। তাদের সংবর্ধনাও জানানো হয়। মালা, মিষ্টি, নতুন কাপড় তাদের হাতে তুলে দেওয়া হয়।

তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই তাদের পাশে দাঁড়িয়েছে মানুষ। আক্রান্তদের কেন গ্রেফতার করেছে পুলিশ এই প্রশ্নে সরর রাজনৈতিক নেতারা। গোটা জেলা জুড়ে প্রতিবাদ আন্দোলন চলে। এই ঘটনায় থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপি। সেই ঘটনার পর পুলিশ সুপারের পদত্যাগের দাবি করে বিজেপির একাংশ।