Mohun Bagan: কোচ নয়, এবার নতুন ভূমিকায় সবুজ-মেরুনে ফিরছেন হাবাস

হিরো ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে সফল কোচ হলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। অ্যাটলেটিকো দি কলকাতা থেকে শুরু করে এটিকে ও পরবর্তীকালে মোহনবাগান দলের সঙ্গে মার্জ হওয়ার…

Antonio Lopez Habas on Indian football

হিরো ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে সফল কোচ হলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। অ্যাটলেটিকো দি কলকাতা থেকে শুরু করে এটিকে ও পরবর্তীকালে মোহনবাগান দলের সঙ্গে মার্জ হওয়ার পর এটিকে মোহনবাগান (Mohun Bagan) দলের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিশ কোচ। তার দৌলতে তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে কিংবা অ্যাটলেটিকো দি কলকাতা।

পাশাপাশি অন্যান্য মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে এটিকে মোহনবাগান। বলতে আইএসএলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের সওদাগর তিনি। তবে গত কয়েক মরশুম আগেই ছেড়েছিলেন বাগান শিবির। তার পরবর্তী দলের কোচ হন হুয়ান ফেরেন্দো। গত মরশুমে যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। সেই সুবাদে আর এক বছরের জন্য তার সাথে চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। এসবের মাঝেই বাগান শিবিরে ফের কামব্যাক করতে চলেছেন হাবাস। তবে এবার অন্য ভূমিকায় ধরা দেবেন তিনি।

বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরশুমের জন্য মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসতে চলেছেন এই আইএসএল জয়ী কোচ। যারফলে, এবার সবুজ-মেরুনের বিভিন্ন বিভাগের পরামর্শদাতার ভূমিকায় কাজ করবেন তিনি। সেইসঙ্গে দলের প্রযুক্তিগত দিক সামাল দেওয়ার দায়িত্ব পেতে চলেছেন তিনি।

আজ মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি খুবই খুশি। দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা আবারও আমাকে এই দলে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় গুলো কলকাতাতেই কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা ভোলার নয়। তবে এবার দলের হয়ে নতুন দায়িত্ব পালন করব। ভবিষ্যতে দলের উন্নতির জন্য টেকনিক্যাল স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সমস্ত কাজ করব।