Adhir Ranjan Chowdhury: রাজ্যপালের ভাঙড় যাত্রাকে সাধুবাদ অধীরের

গতকাল থেকে উত্তপ্ত গোটা ভাঙড়। খুন হয়েছে দুই আইএস এফ কর্মী। আজ ভাঙড়ের সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে গেছেন খোদ রাজ্যপাল। রাজ্যপালের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন,…

Adhir Ranjan Chowdhury

গতকাল থেকে উত্তপ্ত গোটা ভাঙড়। খুন হয়েছে দুই আইএস এফ কর্মী। আজ ভাঙড়ের সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে গেছেন খোদ রাজ্যপাল। রাজ্যপালের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

রাজ্যপালের ভাঙড় যাত্রাকে কেন্দ্র করে প্রশংসায় পঞ্চমুখ অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, ” রাজ্যপাল আজ যেভাবে ভাঙপড়ে পৌঁছেছেন সেজন্য আমি তাকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই। মহামান্য রাজ্যপালের এই পদক্ষেপে বাংলায় একটা শুভ বার্তা যাবে।

তিনি দাবি করেছেন, মহামান্য রাজ্যপালকে আজ নিশ্চিত করতে হবে যে এই বাংলায় মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তা না হলে রাজ্যপালের এই ভাঙড় যাত্রার কোনও মূল্য থাকবে না। সাধারণ মানুষদের কোনও উপকারই হবে না।

অন্য দিকে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে জানিয়েছেন, “আজকে ভাঙড়, ক্যানিং, চোপড়া সহ গোটা বাংলা জুড়ে সন্ত্রাস। ‘সন্ত্রাসের বাংলা’, এর উপরে বাংলার আর কোনও উপাধি নেই। বাংলা জুড়ে বোমা পাওয়া গেছে আর সেখানে মুখ্যমন্ত্রী সালিশি করছে এইসব দুষ্কৃতীদের। তিনি বলছেন এক হাতে তালি বাজে না। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নেই”।

মুখ্যমন্ত্রীকে ভীতু পদবী দিয়ে তিনি বলছেন যে, “বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি নির্বাচনের জন্য এত ভয় কেন পাচ্ছেন? উনি বলছেন বিহার থেকে পুলিশ আনব। অন্য দিকে উনি কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চায় না সন্ত্রাসবিহীন নির্বাচন”।

অবশেষে পুলিশ বাহিনীর দিকে তীর ছুড়ে তিনি বলেন, ” পুলিশ মন্ত্রী সরাসরি সন্ত্রাসের মদত দিচ্ছেন। তাই কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই বাংলায় নির্বাচন বেকার, অর্থহীন হবে। রাজ্যপাল তার সমস্ত ক্ষমতার ব্যবহার করে নির্বাচনে হয় কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করুন না হলে নির্বাচনই বাতিল করুক”।