Mohun Bagan: গোকুলাম ম্যাচ দিয়ে সুপার কাপ শুরু বাগানের, দেখে নিন সম্ভাব্য একাদশ

চলতি মরশুমে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যা দেখে খুশি আপামর মোহনবাগানী জনতা। শহরের বিভিন্ন প্রান্তে সেই উপলক্ষে এখনো চলছে উৎসব।

ATK Mohun Bagan announced team

চলতি মরশুমে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যা দেখে খুশি আপামর মোহনবাগানী জনতা। শহরের বিভিন্ন প্রান্তে সেই উপলক্ষে এখনো চলছে উৎসব। এক কথায় বলতে গেলে আইএসএলের ঘোর এখনো কাটেনি সমর্থকদের। তারমধ্যেই আজ কেরালায় সুপার কাপ অভিযানে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ গোকুলাম কেরালা।

তবে আইএসএল জেতার সুবাদে দলের ফুটবলাররা ফুরফুরে মেজাজে থাকলেও আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ হুয়ান ফেরেন্দো। গত ডুরান্ড কাপে এই গোকুলাম কেরালার কাছে পরাজিত হতে হয়েছিল এটিকে মোহনবাগান ক্লাবকে। তবে এবার জিতেই টুর্নামেন্ট শুরু করতে চান দলের স্প্যানিশ কোচ। সেইমতো নিজের শক্তিশালী একাদশ সাজাতে মরিয়া বাগান শিবির।

উল্লেখ্য, চলতি মরশুমে চোটের কারনে ঠিকমতো আইএসএল খেলতে না পারলেও বর্তমানে দলে ফিরেছেন তিরি। তাছাড়া ব্যাপক ছন্দে রয়েছেন স্লাভকো থেকে শুরু করে হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতোসরা। তবে আশিক কুরুনিয়ান চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ না হলেও তার বদলে দলে খেলতে পারেন তরুণ তারকা কিয়ান নাসিরি থেকে শুরু করে মনবীর সিংয়ের মতো ফুটবলাররা।

এছাড়াও কেরালায় আন্তর্জাতিক হয়েছে লিস্টন কোলাসো কে। এবারের আইএসএলে ফর্ম না থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব তার ছন্দ ফেরাতে মরিয়া সবুজ-মেরুন শিবির। অন্যদিকে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য রিকি সাবং, সুহেল ভাট্ট ও ফারদিন আলি মোল্লাদের রাখা হলেও রাউন্ড শেষ হতেই সুপার কাপে আনা হবে এই তরুণ প্রতিভাদের।

তবে আজ নিজেদের সমস্ত শক্তি দিয়ে গোকুলাম কেরালা কে হারাতে মরিয়া এটিকে মোহনবাগান। সেইমতো আজ প্রথম একাদশে থাকতে পারেন, গোলরক্ষক বিশাল কাইথ, রক্ষনে থাকতে পারেন প্রীতম কোটাল, তিরি, স্লাভকো ও আশিষ রাইয়ের মতো খেলোয়াড়রা। মাঝমাঠে রাখা হতে পারে সুমিত রাঠি, ম্যাকহিউ, হুগো বুমোস ও গ্লেন মার্টিন্সদের। ও ফরোয়ার্ড লাইনে রাখা হতে পারে মনবীর সিং ও দিমিত্রিদের।