স্বল্প মেয়াদের জন্য মেরিনার্স ক্যাম্পে যোগ গোলকিপার সুব্রতর

আগাছালো সবুজ মেরুন ব্রিগেডকে টপ গিয়ারে তুলতে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) মাঝপথে স্বল্প মেয়াদের জন্য লোনে ATK মোহনবাগান দলে এলেন হায়দরাবাদ এফসি’র গোলকিপার সুব্রত পাল।…

আগাছালো সবুজ মেরুন ব্রিগেডকে টপ গিয়ারে তুলতে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) মাঝপথে স্বল্প মেয়াদের জন্য লোনে ATK মোহনবাগান দলে এলেন হায়দরাবাদ এফসি’র গোলকিপার সুব্রত পাল।

শুক্রবার ATK মোহনবাগানের টুইট পোস্ট,”সুব্রত পলকে পেয়ে আমরা আনন্দিত, যিনি হায়দরাবাদ এফসি থেকে লোনে যোগ দিয়েছেন বাকি মরসুমের জন্য।” রাত পোহালেই চলতি ISL সেশনের ঢাকে বাদ্যি বেজে উঠবে।২০২০-২১ ISL মরসুম এবং চলতি ISL সেশনের প্রথম লেগের ডার্বি ম্যাচ, মোট তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আগামী শনিবার ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে প্রেস্টিজিয়ার্স লড়াই, ATK মোহনবাগান প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল।

৩৮১ তম ডার্বি ম্যাচ ঘিরে দুই শিবিরেই শেষ মুহুর্তে টিম কম্বিনেশন তৈরি নিয়ে চলছে টেনশনের ফল্গুধারা। শনিবার সকালে পরিবেশ এবং পরিস্থিতি বুঝেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাইভোল্টেজ ডার্বি ম্যাচের চূড়ান্ত একাদশ ঠিক করবে। কারণ কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র রেশ এখনও কাটেনি দেশজুড়ে।

কোভিড সংক্রমণের জেরেই সবুজ মেরুন শিবিরের চলতি ISL সেশনের তিন ম্যাচ স্থগিত হয়েছিল, যা নিয়ে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দো উষ্মা প্রকাশ করেছেন। যদিও স্থগিত তিন ম্যাচের প্রথমটি পুনঃ নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হয় এবং ওডিশা এফসি’র সঙ্গে গোলশূন্যতে ড্র করেছে ATK মোহনবাগান হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে।

সবুজ মেরন শিবিরে কোভিড হানা খেলোয়াড়দের শারিরীক এবং মানসিক দিক দিয়ে কিছুটা হলেও ব্র‍্যাকফুটে ঠেলে দিয়েছে। তবে মোটের ওপর চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের থেকে লীগ টেবিলে অষ্টম পজিশনে রয়েছে মেরিনার্সরা। লাল হলুদ ব্রিগেড এখন লীগের লাস্ট বয়। তুল্যমূল্য বিচারে এগিয়ে ATK মোহনবাগান।

তবে ম্যাচের নাম হল ডার্বি।আর ডার্বি ম্যাচ মানেই হল অঘটনের ঘনঘটায় মোড়া ট্র‍্যাজিক মুহুর্ত।ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে।

এককথায়, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মনস্তাত্ত্বিক লড়াই, উত্তাপ মাঠের ভিতর খেলা চলাকালীন যতটা, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াই সঙ্গে উত্তাপ অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।