Wednesday, November 29, 2023
HomeSports Newsধোনিকে কেন অধিনায়কত্বদেওয়া হয়েছিল? জানালেন ভারতের প্রাক্তন নির্বাচক

ধোনিকে কেন অধিনায়কত্বদেওয়া হয়েছিল? জানালেন ভারতের প্রাক্তন নির্বাচক

সেই ২০১৪তে শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত। তারপর লম্বা খরা। ফাইনালে পৌঁছেও আশাহত হয়ে ফিরে আসতে হয়েছে ভারতকে। সেই তালিকায় ২০২৩ টেস্ট বিশ্বকাপ যোগ হয়েছে শুধু। ধোনির পর আইসিসি ট্রফি কেউ এনে দিতে পারেনি। কোহলি থাকাকালীন ক্রিকেট দুনিয়ায় রাজ করলেও আইসিসি ট্রফি দেখা পায়নি ভারত। একই জিনিস বয়ে বেড়াচ্ছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও।

   

টেস্ট বিশ্বকাপে হারের পর স্বভাবতই শুরু হয়েছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে কাটাছেঁড়া। এর মাঝেই, ধোনিকে কেন ভারতের অধিনায়ক বানানো হয়েছিল, সেই নিয়ে মুখ খুললেন, প্রাক্তন ভারতীয় নির্বাচক ভুপিন্দর সিং সিনিয়র।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দলে স্বয়ংক্রিয় পছন্দ হওয়া ছাড়াও, একটি খেলোয়াড়ের ক্রিকেটীয় দক্ষতা, শারীরিক ভাষা, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার দিকেও নজর দেওয়া উচিৎ। আমরা দেখেছিলাম খেলার প্রতি ধোনির অ্যাপ্রোচ, বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কীভাবে অন্যদের সঙ্গে কথা বলেন; আমরা একটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম।”

Latest News