Dalkhola: ইঞ্জিন ছেড়ে বিচ্ছিন্ন দশটি বগি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

ডালখোলা (Dalkhola) স্টেশনে পৌঁছনোর আগেই বিচ্ছিন্ন ৫টি বগি। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছে। ট্রেনিং দশটি বগি…

Dalkhola

ডালখোলা (Dalkhola) স্টেশনে পৌঁছনোর আগেই বিচ্ছিন্ন ৫টি বগি। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছে। ট্রেনিং দশটি বগি ছেড়ে ইঞ্জিন চলে যায়।পরে ইঞ্জিনটি পেছনে করে বগিগুলো জুড়ে নিয়ে আবার নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়।

বিকেল চারটে নাগাদ জম্মু যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া লোহিত এক্সপ্রেস ট্রেনটি ডালখোলার আগে নিচিৎপুরে আসতেই ট্রেনের পেছনের অংশের পাঁচটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে।

ট্রেন চালক কোনো ক্রমে বুঝতে পেরেই ট্রেনটি থামিয়ে দেয়। এরপরে ট্রেনে থাকা যাত্রীরা হুরমুরিয়ে ট্রেন থেকে নামতে শুরু করে। খবর পেয়ে ডালখোলার পুলিশ, প্রশাসন, জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর দ্রুত ট্রেনের বিচ্ছিন্ন বগি গুলো জুড়ে ট্রেনটিকে ফের গন্তব্যের জন্য তৈরি করা হয়। বর্তমানের ট্রেনটি জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে কিছুটা হলেও আতঙ্ক কেটেছে যাত্রীদের।

আচমকা ট্রেনের কামরাগুলি খুলে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গতির টানে বেশ কিছুদূূর্র গিয়ে ইঞ্জিনবিহীন কামরাগুলি থেমে যায়। যাত্রীরা কামরা থেকে হুড়োহুড়ি করে নামতে থাকেন। আসে পাশের বাসিন্দারাও চমকে যান।

রেলে পরপর দুর্ঘটনা ঘটছে। ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার পর বালেশ্বর ও বিভিন্ন স্থানে একাধিক লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবারই ট্রেনের কামরাগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার ডালখোলায় কামরা ছিঁড়ে ইঞ্জিন চলে গেল। এতে বিতর্ক আরও প্রবল।