MS Dhoni: “আপনি চাইলে আপনাকেও বল করব,”-ধোনির স্মৃতিচারণ আকাশ চোপড়ার

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) একটা বিশাল বড়ো নাম। তাঁর ক্রিকেট জীবনের প্রায় দুই দশক ধরে কত মানুষের জীনে উত্থানের কারণ নিঃশব্দে দাঁড়িয়ে…

Aakash Chopra Dhoni

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) একটা বিশাল বড়ো নাম। তাঁর ক্রিকেট জীবনের প্রায় দুই দশক ধরে কত মানুষের জীনে উত্থানের কারণ নিঃশব্দে দাঁড়িয়ে ছিলেন, এমনকি এখনও আছেন, তার ইয়ত্তা নেই। তার এই “ইনফ্লুয়েন্স” করার ব্যাপারটা কেবল ভারতে সীমিত নেই, বর্ডার ছাড়িয়ে পৌঁছেছে কত দেশ বিদেশে, উজ্জীবিত করেছে কত তরুণ প্রতিভাকে।

তবে এমন “ইনফ্লুয়েন্স” বোধহয় হাতে ধরে করিয়ে দিতে হয় না। দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেও চলে। যেমন ধোনির চরিত্র। স্বল্পভাষী এই মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে শেখার মতোন একটি গল্প শোনালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

গল্প বললেন ২০০৪ সালের। জিম্বাবুয়ে এবং কেনিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই সফরে উইকেটরক্ষক হিসেবে ধোনির চেয়ে অগ্রাধিকার পায় দীনেশ কার্তিক। চোপড়া নেটে গিয়ে দেখেন কার্তিককেই বল করছেন ধোনি।

টুইটারে একটি ভিডিও শেয়ার,করে পুরো ঘটনার বিবরণ দেন আকাশ চোপড়া। বলেন, “এমএস ধোনি রিজার্ভ কিপার ছিলেন এবং দীনেশ কার্তিক ছিলেন একাদশে। একবার যখন সে নেটে কার্তিকের কাছে বোলিং করছিল, আমি ধোনিকে জিজ্ঞেস করলাম, ‘আপনি ওঁকে বল করছেন কেন? ও আপনার সরাসরি প্রতিদ্বন্দ্বী। ও ভালো করলে আপনি একাদশে খেলতে পারবেন না। আপনার ব্যাটিং বা কিপিং অনুশীলন করা উচিত। কেন করছেন বোলিং?’ এর জবাবে ধোনি বলেন, ‘দয়া করে আমাকে থামাবেন না। আমি বোলিং করতে চাই। আপনি যদি ব্যাট করতে চান, আমি আপনাকেও বল করব।”

পরে চোপড়া আরো বলেন, “এখন যখন পিছনে ফিরে তাকাই, ঘটনাটা বুঝতে পারি আমি। বুঝতে পারি, কিভাবে এতদুর এসেছে ছেলেটা। ওইদিন ও দীনেশ কার্তিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেনি, করেছে নিজের সাথে। এটাই শিক্ষণীয়, নিজেকে সবচেয়ে সেরা বানাতে চাইলে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হন।”