East Bengal: কলকাতা লিগের জন্য নয়া অ্যাটাকিং মিডফিল্ডার নিচ্ছে মশালবাহিনী

বিগত কয়েক মরশুম পর ফের কলকাতা লিগে অংশগ্রহণ করেছে ময়দানের দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান।

Girik Khosla

বিগত কয়েক মরশুম পর ফের কলকাতা লিগে অংশগ্রহণ করেছে ময়দানের দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান। তবে এক্ষেত্রে অন্যান্য ক্লাব গুলির মতো সিনিয়র দল না খেলিয়ে তার বদলে ইয়ুথ ডেভলপমেন্ট খেলা ফুটবলারদের পাশাপাশি জুনিয়র দল কে মাঠে নামানোর কথাই শোনা গিয়েছিল মোহন-ইস্টের তরফ থেকে।

সেইমতো জুনিয়র দলকে নিয়ে গত কয়েকদিন আগেই পাঠচক্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যেখানে ৩-১ গোলে সহজ জয় পেয়েছে বাস্তব রায়ের ছেলেরা। বর্তমানে টালিগঞ্জ অগ্রগামীর বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন চালাচ্ছে দল। অন্যদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোচ বিনো জর্জের নেতৃত্বে আজ ওয়েস্টবেঙ্গল পুলিশের মুখোমুখি হওয়ার কথা ছিল লাল-হলুদের।

তবে রাজ্যে পঞ্চায়েত ভোট থাকায় সকলের নিরাপত্তার জন্য বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পুলিশ দলের খেলোয়াড়রা। যারফলে, কোনোভাবেই আজ ম্যাচ আয়োজন সম্ভব নয়। ঠিক হয়েছে আগামী ১৭ তারিখ বিকেল সাড়ে তিনটে নাগাদ খেলতে নামবে এই দুটো দল। সেইমতো চলছে অনুশীলন। তবে শারিরীক সমস্যায় জর্জরিত গোটা দল। বর্তমানে চিকেন পক্সে আক্রান্ত রয়েছেন জেসিন টিকে। অন্যদিকে গোড়ালির চোটে ভুগছেন মহিতোষ রায় রাজবংশী। এছাড়াও চোটের কারনে মাঠের বাইরে রোশেল। এসবের মাঝেই এবার দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন এক তারকা অ্যাটাকিং মিডফিল্ডার।

তিনি গিরিক খোসলা। আগত কলকাতা লিগের কথা মাথায় রেখে এই ২৮ বছর বয়সী ফুটবলার কে নাকি দলে টানছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইমতো তার প্রশিক্ষক বিমল ঘোষের সঙ্গে ও নাকি যোগাযোগ শুরু করেছে ক্লাব। যতদূর জানা গিয়েছে, তার সাহায্যেই নাকি এবারের কলকাতা লিগের জন্য খেলোয়াড় বাছাই করবে লাল-হলুদ শিবির।

আগামী দুইটি দিন নাকি দলের ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করবেন দ্রোণাচার্য সম্মানে সম্মানিত এই কোচ। সেক্ষেত্রে সব থেকে জোরালো ভাবে উঠে আসছে গিরিক খোসলার নাম। বিশেষ সূত্র মারফত খবর, কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলেও আসন্ন আইলিগের কথা মাথায় রেখে পরবর্তীতে দিল্লিতে চলে যেতে পারেন এই ফুটবলার।