Ivan Gonzalez: নেপালের পথে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা, কোথায় খেলবেন?

গত কয়েকদিন আগেই দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছেন লাল-হলুদের প্রাক্তন কোচ খালিদ জামিল। গিয়েছেন প্রতিবেশী দেশ নেপালে। কোচিং করাবেন চিৎওয়ান এফসিতে। এ কটা সময়…

Ivan Gonzalez warns East Bengal players on Twitter

গত কয়েকদিন আগেই দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছেন লাল-হলুদের প্রাক্তন কোচ খালিদ জামিল। গিয়েছেন প্রতিবেশী দেশ নেপালে। কোচিং করাবেন চিৎওয়ান এফসিতে। এ কটা সময় আইলিগের অন্যতম শক্তিশালী দল হিসেবে আইজল এফসিকে ভারত সেরা করেছিলেন এই কোচ।

যারফলে, পরবর্তীতে তার হাতে দলের দায়িত্ব তুলে দেয় ইস্টবেঙ্গল। সেখানে খুব একটা সফল না হলেও তার উপর ভরসা রাখে পড়শী ক্লাব মোহনবাগান। তারপর হিরো আইএসএলেও পেয়েছিলেন কাজ করার সুযোগ। দায়িত্ব পেয়েছিলেন নর্থইস্ট ইউনাইটেডের। তবে সেইসব এখন অতীত। এবার তিনি দল সামলাবেন দেশের বাইরে। এবার সেই দলেই যুক্ত হল ইমামি ইস্টবেঙ্গল দলের এক প্রাক্তন স্প্যানিশ ফুটবলার। হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন।

তিনি ইভান গঞ্জালেস। গত মরশুমে ইমামি ইস্টবেঙ্গল দলের জার্সিতে আইএসএল খেলতে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে। একটা সময় এফসি গোয়া দলের হয়ে যথেষ্ট নজর কেড়ে ছিলেন এই তারকা। যারফলে, নয়া মরশুমে তাকে দলে টেনেছিল কলকাতার এই প্রধান। তবে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি এই তারকা। তাই স্টিফেন জামানার অবসান ঘটার পর থেকেই তাকে ছাঁটাই করার কাজ শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকায় মোটা অঙ্কের অর্থ নিয়েই দল ছাড়তে রাজি ছিলেন এই তারকা।

সেজন্য নতুন করে দেখা দিয়েছিল সমস্যা। যা নিয়ে দলকে ভুগতে ও হয়েছে বহুদিন। তারপর উভয়ের তরফ থেকেই সমস্যার সমাধান ঘটিয়ে রিলিজ দেওয়া হয় এই তারকা ফুটবলারকে। এরপরেই দলে আনা হয় অজি তারকা জর্ডন এলসে ও অ্যান্তোনিও পার্দো লুকাসকে। যদিও বর্তমানে চোটের কারনে মাঠের বাইরে রয়েছেন জর্ডন। রিহ্যাবের জন্য ফিরে গিয়েছেন নিজের দেশে। তবে দলের কথা ভেবে তার পরিবর্তে হিজাজি মাহেরকে আনে লাল-হলুদ। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে ইভান গঞ্জালেস খুব একটা সফল না হলেও নয়া দলে তার সফল পারফরম্যান্স দেখতে চান সকলে।