আরও একটা সপ্তাহ দেখতে দেখতে কেটে গিয়েছে। কিন্তু সই হয়নি। মনে করা হয়েছিল এই সপ্তাহেই ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) সঙ্গে ইমামির সই পর্ব মিটে যাবে। কিন্তু তেমন কিছুই হয়নি।
আরও একটা নতুন সপ্তাহ। আবারও অনেক আশা নিয়ে মোবাইল স্ক্রিন, টেলিভিশন কিংবা খবরের কাগজে চোখ রাখবেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকরা। নতুন বিনিয়োগকারীর সঙ্গে প্রিয় ক্লাবের সই কবে হবে সেটাই তাদের প্রধান প্রশ্ন। হয়তো নতুন সপ্তাহে সই হয়ে যাবে।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার মনে করেছিলেন, ২৩ জুলাইয়ের মধ্যে সই পর্ব মিটে যেতে পারে। ওই সপ্তাহের শুরু দিকে সব মিটে যাবে বলে আশা করেছিলেন। কোম্পানিও তেমনটা চাইছে বলে দাবি করেছিলেন দেবব্রত।
শেষ পাওয়া খবর অনুযায়ী, নতুন সপ্তাহেও সেই একই সম্ভাবনা। শুরুর দিকে সই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফুটবল মহলের একাংশ দাবি করছেন বুধবার হয়তো বহু প্রতীক্ষিত সই সংবাদ পাওয়া যেতে পারে।