Abhishek Banerjee: ধর্নায় অভিষেক, দুর্নীতির তদন্তে মা-বাবাকে আজ ইডি জেরায় তলব

নিয়োগ দুনীর্তি মামলায় আজ অভিষেকের (Abhishek Banerjee) বাবা ও মা কে তলব ইডির। অমিত বন্দোপাধ্যায় ও লতা বন্দোপাধ্যায়কে লিপ্স অ্যান্ড বাউন্সের একাধিক নথি নিয়ে তলব।…

নিয়োগ দুনীর্তি মামলায় আজ অভিষেকের (Abhishek Banerjee) বাবা ও মা কে তলব ইডির। অমিত বন্দোপাধ্যায় ও লতা বন্দোপাধ্যায়কে লিপ্স অ্যান্ড বাউন্সের একাধিক নথি নিয়ে তলব। আজ তাদের সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। আবার এই সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবাকে তলব করা হয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে তলব করা হয়েছে এদিকে অভিষেকের বাবাকে সিজিওতে মামলার তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে বলা হয়েছে। অভিষেকের মা ও বাবা লিপ্স অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ছিলেন। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডিরেক্টর পদে ছিলেন এখন তিনি সিইও পদে রয়েছেন।

কলকাতা হাইকোর্টে অমৃতা সিংহের এজলাসে মামলা চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, কারা এই সংস্থা তৈরি করেন, কারা এর ডিরেক্টর পদে ছিলেন, কী কী সম্পত্তি রয়েছে, আয়ের উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়। ইতিমধ্যেই বেশ কিছু নথি আগে জমা করা হয়েছে। সেই ভিত্তিতেই লতা বন্দোপাধ্যায়ের সাথে কথা বলবেন তদন্তকারী অধিকারিকরা।

   

দুর্নীতি মামলায় আগেই ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র এই কোম্পানির সিওও ছিলেন। তিনি অভিষেকের পরিবারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের সিইও। এর আগে ইডি দাবি করেছিল যে, এই সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি সন্দেহজনক আর্থিক লেনদেন করা হয়েছিল। সেই কারণেই এখন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। অমিত ও লতাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি-র তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে বলা হয়েছে।

অক্টোবরের ৩ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডেকে পাঠিয়েছে ইডি। তাকে ওইদিন সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিষেক নিজেই এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। এছাড়াও আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে। ১০০ দিনের কাজের-সহ নানা প্রকল্পে বকেয়া টাকার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেদিন হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।