Karim Bencherifa: মোহনবাগানের প্রাক্তন কোচ যোগ দিলেন মরোক্কোর ক্লাবে

ভারতের ফুটবলের অন‍্যতম সফলতম কোচ করিম বেঞ্চারিফা (Karim Bencherifa) আসন্ন মরশুমে যোগদান করতে চলেছেন মরক্কোর দ্বিতীয় ডিভিশনের ক্লাব আইজেডকে খামিসেতের কোচ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় নিজেই…

Karim Bencherifa

ভারতের ফুটবলের অন‍্যতম সফলতম কোচ করিম বেঞ্চারিফা (Karim Bencherifa) আসন্ন মরশুমে যোগদান করতে চলেছেন মরক্কোর দ্বিতীয় ডিভিশনের ক্লাব আইজেডকে খামিসেতের কোচ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন করিম।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ভারতের প্রায় সমস্ত ট্রফি জেতা করিমের।মোহনবাগানের কোচ হিসেবে দুই দফায় দায়িত্বে ছিলেন। তবে তার সবচেয়ে বেশি সাফল্য সালগাওকারের হয়ে।২০০৯-১০ মরশুমে করিম যখন কোচ হয়ে এলেন তখন সালগাওকার অবনমন বাঁচানোর লড়াই চালাচ্ছে,করিম ম‍্যাজিকে দারুণ প্রত‍্যাবর্তন করে আইলিগ চ‍্যাম্পিয়ান হয় সালগাওকার।সেই বার মরোক্কোর এই কোচের সৈজন‍্যে ফেডকাপ জিতেছিলো তারা।

এর আগে ২০০৮-০৯ মরশুমে মোহনবাগানের কোচ হিসেবে কলকাতা লিগ, ফেডকাপ জেতানোর পাশাপাশি এএফসি কাপে মোহনবাগানের জায়গা পাকা করতে সাহায্য করেছিলেন তিনি।তার কোচিংয়ে টানা দশ আইলিগের ম‍্যাচ জেতার নজির গড়েছিলো মোহনবাগান,তা থেমে যায় চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডের কাছে।তবে মোহনবাগানে দ্বিতীয় দফায় তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিলো না।ভারতে শেষ বার কোচিং করিয়েছিলেন ২০১৫ সালে,পুনে এফসি’তে।আপাতত নতুন ক্লাব’কে প্রথম ডিভিশনে তোলাটাই চ‍্যালেঞ্জ করিমের কাছে।