এবারের আইএসএলে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স লাল-হলুদ (East Bengal) শিবিরের। শুরুটা ভালো হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি দলের পক্ষে। এসবের মধ্যে ও নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ক্লেটন সিলভা। চলতি মরশুমে ১২ টা গোল এসেছে তার পা থেকে। একটা সময় গোল্ডেন বুটের দৌড়ে ও ছিল তার নাম।
বেঙ্গালুরু এফসিতে সেরকমভাবে ম্যাচ টাইম না পেলেও ইস্টবেঙ্গল এসে নিজের জাত চিনিয়েছেন তিনি। সেকারণেই আগামী মরশুমের জন্য তার চুক্তি বাড়াতে দেরি করেনি লাল-হলুদ শিবির। কিন্তু প্রশ্ন হল বাকি বিদেশিদের নিয়ে, আগামী বছর কারা খেলবেন এই লাল-হলুদের জার্সিতে?
গতকাল ক্লাব তাঁবুতে লগ্নিকারী সংস্থার সঙ্গে প্রায় তিন ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ক্লাব কর্তারা। তারপর বেড়িয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার বৈঠকের কথা ঘোষণা করেন। খেলোয়াড়দের প্রসঙ্গে বিস্তারিত কিছু না জানালে ও কেমন ফুটবলার তারা খুঁজছেন তা স্পষ্ট করে দেন। কর্তাদের তরফে জানানো হয়, আগামী মরশুমের জন্য ফের ইভান গঞ্জালেসের উপরেই ফের ভরসা রাখতে চলেছেন তারা। যেহেতু তার সঙ্গে এখনো চুক্তি রয়েছে তাই আগামী মরশুমে পারফরম্যান্সের বিচারে গেম টাইম পেতে পারেন ইভান। যারফলে,মোট ছয় বিদেশি কে দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ক্লেটনের সঙ্গে আগেই একবছরের চুক্তি বাড়িয়েছিল লাল-হলুদ শিবির। পাশাপাশি ইভান গঞ্জালেস ও থাকছেন ক্লাবে। যারফলে নতুন করে আরো চার বিদেশি কে দলে নিতে চান ইমামি কর্তারা। এই নিয়ে ইমামি ইস্টবেঙ্গল বোর্ডের অন্যতম সদস্য দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমরা এমন বিদেশি খেলোয়াড়দের আনতে চাই যারা জার্সির ওজন বুঝবে। এক্ষেত্রে নতুন কোচের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব। তবে কোচ হিসেবে জোসেফ গাম্বাউ ইমামি কর্তাদের প্রথম পছন্দ হলেও সেই নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, আগামী পনেরো দিনের মধ্যেই কোচের নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফ থেকে।